এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্য বিজেপি নেতারা রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, মোদীকে অভিযোগ মুখ্যমন্ত্রীর

রাজ্য বিজেপি নেতারা রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, মোদীকে অভিযোগ মুখ্যমন্ত্রীর


সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে উসকানিমূলক স্লোগান দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিহারের তিন বিজেপি নেতা অশ্বিনী চৌবে, গিরিরাজ সিং ও রাজ্য বিজেপি সভাপতি নিত্যানন্দ রাইয়ের বিরুদ্ধে মোদী-শাহ জুটির কাছে অভিযোগ জানায় বলে জানা গেছে। নীতীশের এরূপ ব্যবহার তাঁর অসহায়তার ছবি প্রকাশ করছে। রাজনীতিতে তাঁর অস্তিত্ব সংকটের কারণেই তিনি প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন ভাগলপুরে রামনবমী মিছিলে অশ্বিনী চৌবের পুত্র অরিজিৎ শাস্বতের হাতে অস্ত্র ও মুখে উসকানিমূলক সাম্প্রদায়িক স্লোগানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন নীতীশ। সম্প্রতি একটি মিছিলে অরিজিৎ এমনই সাম্প্রদায়িক উসকানিমূলক স্লোগান দেন এবং তাঁর বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে ওয়ারেন্ট জারি করা হয়। নীতীশবাবুর দাবি পুলিশ তো অরিজিৎকে গ্রেপ্তার করেই নি উল্টে তিনি কৈফিয়ত চাইলে জানানো হয় প্রভাবশালী মহলের বারনের কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয় নি। এর পাল্টা জবাবে অশ্বিনী চৌবে জানান, ”ক্ষমতা থাকলে প্রশাসন আমার ছেলেকে গ্রেপ্তার করুক। সে তো আত্মগোপন করে নেই। কোনও অবস্থাতেই ছেলে আত্মসমর্পণ করবে না।” সম্প্রতি গিরিরাজ রটিয়েছিলেন একটি মোড়ের নাম মোদী চক রাখার জন্য এক ব্যক্তিকে খুন করা হয়। এবিষয়ে ক্ষুব্ধ হন নীতীশ।এদিন নীতীশ জানান, “দুর্নীতির বিরুদ্ধে তিনি যতটাই কঠোর, ততটাই কঠোর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!