এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপিকে ফেলতে উত্তরপ্রদেশে অন্য নীতি বিরোধীদের, হিসেব নিকেষ চলছে চব্বিশের

বিজেপিকে ফেলতে উত্তরপ্রদেশে অন্য নীতি বিরোধীদের, হিসেব নিকেষ চলছে চব্বিশের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট বছর ঘুরতেই শুরু হতে চলেছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন কিন্তু তার আগেই টানটান উত্তেজনা জাতীয় রাজনীতিতে মোদি বিরোধী লড়াইকে রুপ দিতে যখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সমস্ত বিরোধী শক্তিকে এক ছাতার তলায় আনতে, ঠিক সেসময় উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে সম্পূর্ণ অন্য ছবি কার্যত সেখানে যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে লড়ার জন্য প্রত্যেকেই একক শক্তিতে লড়বে বলে ঠিক করেছে এই মুহূর্তে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ এর নেতৃত্বে বিজেপির শাসন ব্যবস্থা চলছে অন্যদিকে বিরোধী পক্ষ হিসেবে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে উল্লেখযোগ্য মুখ হলো এবার কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি

তবে এই একার লড়াই এর পেছনে বেশ কিছু অনুমান উঠে এসেছে বিশেষজ্ঞদের। তার মধ্যে অন্যতম হলো 2024 এর লোকসভা নির্বাচন। বিশেষজ্ঞরা মনে করছেন, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে যদি কোনো বিরোধী দল ক্ষমতা দখল করতে পারে, তাহলে 24 এর বিধানসভা নির্বাচনে নিঃসন্দেহে সেই দল উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে। আর তাই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রত্যেকটি রাজনৈতিক দল এককভাবে ক্ষমতা প্রতিষ্ঠার লড়াইয়ে নামছে। পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, 2024 এর লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে জয় পাওয়া অন্যতম লক্ষ্য উত্তরপ্রদেশের রাজনৈতিক দলগুলির

অন্যদিকে বাংলায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে হারিয়ে ইতিমধ্যেই সর্বভারতীয় রাজনীতিতে অন্যতম উল্লেখযোগ্য মুখ হয়ে উঠেছেন। এই অবস্থায় কেন্দ্রীয় রাজনীতিতে প্রতিষ্ঠিত দলগুলি একার লড়াইয়ের ওপর ভিত্তি করে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বচান জয় করতে চাইছে। সেক্ষেত্রে কেন্দ্রের রাজনীতিতে সবার থেকে এগিয়ে থাকাও অন্যতম লক্ষ্য। কার্যত উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে যখন একদিকে যোগী আদিত্যনাথ, তখন অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব এবং মায়াবতী। ইতিমধ্যেই বহুজন সমাজবাদী পার্টির মায়াবতী 2007 সালের ব্রাহ্মণ ম্যাজিক আবার দেখাতে চলেছেন। ইতিমধ্যেই উত্তর প্রদেশের 6 টি জেলা জুড়ে ব্রাহ্মণ সম্মেলন শুরু করেছেন তিনি

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে অখিলেশ যাদবও ব্রাহ্মণ ভোট পেতে মুখিয়ে রয়েছেন। ইতিমধ্যে তিনি বিভিন্ন নেতা এবং বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন। অবশ্য অখিলেশ যাদব জোট করার দিকেই ইঙ্গিত দিয়েছেন। তবে সেক্ষেত্রে নিয়ম কিছু আলাদা হবে। তিনি ছোট ছোট দলগুলিকে নিয়ে জোট করতে পারেন বলে শোনা যাচ্ছে। কার্যত অখিলেশ যাদব যোগী সরকারের মোকাবিলায় করোনা ব্যর্থতা, মুদ্রাস্ফীতি এবং কৃষক আন্দোলনকে অন্যতম হাতিয়ার করে তুলছেন। অন্যদিকে কংগ্রেসের তরফ থেকে প্রিয়াঙ্কা গান্ধীর উপরেই দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের দায়িত্ব। সেক্ষেত্রে কংগ্রেস যদি ক্ষমতা বাড়িয়ে উত্তরপ্রদেশ দখল করতে পারে, তাহলে জাতীয় রাজনীতিতে কংগ্রেস আবার প্রাসঙ্গিক হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা

কার্যত দীর্ঘ সময় ধরেই প্রিয়াঙ্কা গান্ধী ক্রমাগত যোগী সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ নিয়ে আক্রমণ চালাচ্ছেন। কার্যত 2017 সালে সমাজবাদী পার্টিকে হারিয়ে উত্তরপ্রদেশের ক্ষমতা দখল করে বিজেপি। আর তারপর থেকেই চলছে যোগীর শাসন। বিভিন্ন সময় বিতর্কের শিরোনামে থাকলেও যোগী সরকার কিন্তু উত্তরপ্রদেশে যথেষ্ট শক্তিশালী এই মুহুর্তে। আর একথা প্রত্যেকেই মেনে নেবে। কিন্তু তা সত্বেও দেশজুড়ে বিজেপি কিন্তু একটু একটু করে দুর্বল হচ্ছে

তাই নিয়ে দলের অন্দরেও তীব্র অস্বস্তি। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে উত্তরপ্রদেশ যে এখন মরণবাঁচন লড়াই বিজেপির কাছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কার্যত উত্তরপ্রদেশ দখল এই মুহূর্তে সব দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের লড়াই 24 এর লোকসভা পর্যন্ত চলবে বলেই মনে করা হচ্ছে। আগামী বছর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন জিতে লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে নিজেদেরকে জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক করে তোলার জন্য বিভিন্ন দল আগামী দিনে কি পদক্ষেপ নিচ্ছে, সে দিকেই থাকবে নজর

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!