এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > বিজেপির বাংলা জয়ের স্বপ্ন মুখ থুবড়ে পড়তেই দলীয় প্রার্থীদের টাকা ‘লুঠের’ মুখোশ খুলে পড়ছে?

বিজেপির বাংলা জয়ের স্বপ্ন মুখ থুবড়ে পড়তেই দলীয় প্রার্থীদের টাকা ‘লুঠের’ মুখোশ খুলে পড়ছে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে বিজেপির শোচনীয় পরাজয়ের পর থেকে দলের অন্দরে ক্রমশ অন্তর্দ্বন্দ্ব, গোষ্ঠী কোন্দল, দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পেতে শুরু করেছে। দলের পরাজয়ের পর বেশ কিছু এলাকায় নেতৃত্বকে দায়ী করে সোশ্যাল মিডিয়ায় চলছে ক্ষোভ প্রকাশের পালা। বিধানসভা নির্বাচনে পুরুলিয়া জেলার মানবাজার কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন গৌরী সিং সর্দার। নির্বাচনে জয়লাভ করতে পারেন নি তিনি। পরাজয়ের পর সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে অর্থ লোপাটের বিস্ফোরক অভিযোগ উঠে এলো।

পুরুলিয়া জেলা বিজেপি সভাপতির ফেসবুক গ্রূপ থেকেই কঠোর ভাষায় আক্রমণ করা হলো মানবাজারের বিজেপি প্রার্থী গৌরি সিং সর্দারকে। কার্তিক মাহাতো নামে এক ব্যক্তি তাঁর বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন। এই বিধানসভা কেন্দ্র থেকে পরপর তিনবার প্রার্থী হয়েছিলেন পুরুলিয়া জেলা বিজেপির সহ সভাপতি গৌরি সিং সর্দার। তবে, এখনো পর্যন্ত জয়ের মুখ দেখতে পারেন নি তিনি। তৃণমূলের কাছে বারবার পরাজিত হতে হয়েছে তাঁকে। এবার জেলা বিজেপি সভাপতির ফেসবুক গ্রূপ থেকে তাঁকে কটাক্ষ শুরু হয়েছে। তবে বিজেপির জেলা সভাপতির বক্তব্য, এই গ্রুপটি তাঁর নয়। তাঁর নাম নিয়ে অন্য কেউ এই গ্রুপ খুলেছেন।

কার্তিক মাহাতো নামে এক ব্যক্তি এই গ্রুপে বেশ কিছু পোস্ট করেছেন। এক পোস্টে লেখা হয়েছে যে, নির্বাচনের টিকিট পেলে মজা করে দাঁড়ান গৌরি সিং সর্দার। কিন্তু দুর্যোগ ভোগ করতে হয় তাদেরকে। মানুষকে সুরাহা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে। তাঁর বিরুদ্ধে কটাক্ষ করা হয়েছে যে, শুধুমাত্র অর্থ লোপাটের বুদ্ধি বিজেপি নেত্রীর। আরেকটি পোস্টে জানানো হয়েছে যে, মানবাজার জেড পি ২৬ এর অর্থ এখনো বাকি রয়েছে, তা মিটিয়ে দেয়া হোক আগামী ৪৮ ঘন্টার মধ্যে। যা হুমকি নয়, যা অধিকার। আরো কিছু পোস্ট লেখা হয়েছে, বিজেপি নেত্রী মানবাজারে বিজেপিকে হারিয়ে দিয়ে টাকা লুট করে নিয়ে চলে গেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই সমস্ত পোস্ট ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়তেই তীব্র শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। এ প্রসঙ্গে পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি গুরুপদ টুডু জানিয়েছেন যে, বিজেপির বাংলা দখল করার দিবা স্বপ্ন পূরণ হয়নি। স্বপ্ন পূরণ না হওয়ার কারণে পুরুলিয়াতে বিজেপির অন্তর্কলহ প্রকাশ্যে এসে পড়েছে। যা বিজেপির সংস্কৃতি। অপেক্ষা করলে আরো অনেক কিছু দেখা যাবে। তবে, এপ্রসঙ্গে পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী জানিয়েছেন, এই ফেসবুক গ্রুপ তিনি খোলেননি। এখানে যেসব কথা লেখা আছে, তাকে তিনি সমর্থন করেন না।

তবে, জেলা সভাপতি এই দাবি করলেও দেখা যাচ্ছে যে, এই গ্রুপে ৫ হাজারেরও বেশি সদস্য রয়েছেন, জেলার একাধিক নেতাকর্মীও রয়েছেন এই গ্রুপে। এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী গৌরি সিং সর্দার জানিয়েছেন, কার্তিক মাহাতো কে? সেটা তাঁরা জানেন। কার্তিক মাহাতো বিজেপির সক্রিয় কর্মী নন। ভোটের সময় কিছু কর্মসূচি নেয়া হয়েছিল। তার কিছু টাকা বাকি আছে। যার মধ্যে আছে গাড়ি ভাড়ার মত ব্যাপারগুলি। এ বিষয় নিয়ে জেলা সভাপতি ও মানবাজারের বিজেপি কার্যকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!