এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপির রুদ্রনীলের সঙ্গে তীব্র দ্বন্দ্ব তৃণমূলের জটু লাহিড়ীর, নির্বাচনের আগে লড়াই তুঙ্গে!

বিজেপির রুদ্রনীলের সঙ্গে তীব্র দ্বন্দ্ব তৃণমূলের জটু লাহিড়ীর, নির্বাচনের আগে লড়াই তুঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই বিধানসভা নির্বাচন। আর তার আগে সব পক্ষ এখন রীতিমত ঝাঁপিয়ে পড়েছে একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করতে। কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন তৃনমূলের অত্যন্ত ঘনিষ্ঠ বিশিষ্ট অভিনেতা রুদ্রনীল ঘোষ। আগামী বিধানসভা নির্বাচনে তিনি শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে দাঁড়াতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। আর এই পরিস্থিতিতে রুদ্রনীল ঘোষ বনাম শিবপুর বিধানসভা কেন্দ্রের বর্তমান তৃণমূল বিধায়ক জটু লাহিড়ীর দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল। যেখানে তৃণমূল বিধায়ক জটু লাহিড়ীর বিরুদ্ধে পুকুর চুরি করার অভিযোগ তুললেন বিজেপিতে যোগ দেওয়া রুদ্রনীল ঘোষ।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে রুদ্রনীল ঘোষ বলেন, “পৃথিবীর তিন ভাগ জল, এক ভাগ স্থল, এটা ভূগোলে আছে। কিন্তু হাওড়ায় সেই ভূগোল উল্টে গেছে। এখানে এক ভাগ জল, আর সব বুজে গেছে। আর যেটুকু ফাঁকা স্থল আছে, সেটাও বুঝে প্রমোটিং হয়ে গেছে। কিছু বিধায়ক এবং কাউন্সিলারের সৌজন্যে এই এলাকার রাম ঠাকুরের পুকুর চুরি করে নিয়েছেন জটুবাবু।” যদিও বা রুদ্রনীল ঘোষ এই অভিযোগকে সম্পূর্ণরূপে নস্যাৎ করে তাকে পাল্টা “জোচ্চোর” বলে কটাক্ষ করেন শিবপুরের বিধায়ক জটু লাহিড়ী।

এদিন তিনি বলেন, “হাওড়ার নরসিংহ দত্ত কলেজের টাকা তছরুপ করেছে এক সময়ে বামেদের সমর্থনে থাকা এই অভিনেতা। রাজ্য সরকারের থেকে তিন লক্ষ টাকা করে নিয়েছে রুদ্রনীল। সরকার মহানুভবতা দেখিয়েছে। কিন্তু সে কোনো কাজ করেনি। আমার কেন্দ্রে কোনো পুকুর ভরাট হয়নি। বরং বহু পুকুর রক্ষা করা হয়েছে।” স্বাভাবিকভাবেই নির্বাচনের দামামা এখনও পর্যন্ত না বাজলেও, তৃণমূল এবং বিজেপির দুই হেভিওয়েট নেতার এই ধরনের দ্বন্দ্ব এখন রীতিমত জমিয়ে দিয়েছে শিবপুরের রাজনীতিকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলতে শুরু করেছেন, এতদিন তৃণমূল কংগ্রেসের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। কিন্তু তিনি বিজেপিতে যোগদান করার সাথে সাথেই সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করে তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করছেন। আর শিবপুরের বাসিন্দা হিসেবে পরিচিত বিশিষ্ট অভিনেতা সম্প্রতি সেখানকার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন।

স্বাভাবিক ভাবেই এর পাল্টা জবাব দিয়ে যেভাবে রুদ্রনীল ঘোষকে আক্রমণ করলেন তৃণমূলের জটু লাহিড়ী, তাতে আগামী দিনে এখানকার লড়াই তৃণমূল এবং বিজিপির মধ্যে যেমন হবে, ঠিক তেমনই রুদ্রনীলবাবু এবং জটু লাহিড়ীর মধ্যেও সেই লড়াই চরম আকার ধারণ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর সেই লড়াই আরও জমে উঠবে, যদি জটুবাবু তৃণমূলের প্রার্থী এবং বিজেপির প্রার্থী হন রুদ্রনীল ঘোষ! সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!