এখন পড়ছেন
হোম > জাতীয় > Breaking News, রোজভ্যালির বিপুল পরিমান সম্পত্তি বাজেয়াপ্ত করে নিল ইডি

Breaking News, রোজভ্যালির বিপুল পরিমান সম্পত্তি বাজেয়াপ্ত করে নিল ইডি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কয়েক বছর ধরে রোজভ্যালি চিটফান্ড কাণ্ডের তদন্ত চলছে। ইতিপূর্বে রোজভ্যালির কর্ণধার গৌতম কুন্ডুকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে গ্রেপ্তার করা হয়েছে তাঁর স্ত্রী শুভ্রা কুন্ডুকে। তাঁর বিরুদ্ধে বহু কোটি টাকা নয়ছয় করার অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে আজ রোজভ্যালির বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলো ইডি।

ইতিপূর্বে, গতবছর রোজভ্যালির ১৪০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। এরপর আজ রোজভ্যালির প্রায় ৩০৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে নিল ইডি যার মধ্যে ছিল স্থাবর ও অস্থাবর সম্পত্তি। ইডির পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইডির পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারি তদন্তে নেমে ইডি জানতে পেরেছে যে, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ত্রিপুরা, আসাম, মহারাষ্ট্র, ঝাড়খন্ড সহ বহু রাজ্যে রোজভ্যালি গ্রুপের বিভিন্ন কোম্পানি প্রচুর সম্পত্তি করেছে। সাধারণ মানুষকে ঠকিয়ে নেওয়া অর্থ দিয়ে ঘুরপথে বেআইনিভাবে বিপুল সম্পত্তি করেছে রোজভ্যালি।

ইডির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, রোজভ্যালি গ্রুপ দেশের বিভিন্ন রাজ্যের বহু মানুষকে উচ্চ সুদের হারে টাকা ফেরত দেবার নাম করে মোট ১৭ হাজার ৫২০ কোটি টাকা তুলেছে। তবে, এরমধ্যে এখনো পর্যন্ত ১০ হাজার ৫৮০ কোটি টাকা রোজভ্যালি ফেরত দিয়েছে। তবে, ৬ হাজার ৬৭০ কোটি টাকা এখনো ফেরত দেয়নি এই চিটফান্ড সংস্থা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!