এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বৃহস্পতিবার থেকে এক নতুন প্রকল্প শুরু হচ্ছে রাজ্যে,

বৃহস্পতিবার থেকে এক নতুন প্রকল্প শুরু হচ্ছে রাজ্যে,


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2011 সালে রাজ্যে পরিবর্তন হওয়ার পর তৃণমূল সরকার ক্ষমতায় আসলে কোথাও যাতে কাজে কোনো ঢিলেমি না হয়, তার জন্য জেলায় জেলায় প্রশাসনিক বৈঠকের মধ্যে দিয়ে বার্তা দিতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রশাসনিক প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কাজে গতি আনার জন্য কড়া বার্তা দিলেও, বিভিন্ন জায়গায় উন্নয়নের কর্মকান্ডে ঢিলেমি চোখে পড়তে শুরু করে। সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের এমন অনেক রাস্তা রয়েছে, যেগুলোর কার্যত কঙ্কালসার দশা। সাধারণ মানুষ সেই রাস্তা দিয়ে পথ চলতে পারছেন না। এলাকার নেতাদের ভঙ্গুর রাস্তার জন্য নানা কথা শুনতে হচ্ছে সাধারণ মানুষের কাছে।

কিছুদিন আগেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলের কাছে রাস্তা নিয়ে একটি অভিযোগ করতে দেখা যায় দলেরই এক কর্মীকে। যাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যে সরকারের পক্ষ থেকে এত উন্নয়ন করা হয়েছে বলে দাবি করা হয়, সেখানে কেন রাস্তার এইরকম দৈন্যদশা, তা নিয়ে তৈরি হয় প্রশ্ন। অবশেষে খানাখন্দ রাস্তার হাল ফেরাতে বৃহস্পতিবার থেকে নতুন প্রকল্প শুরু করা হচ্ছে রাজ্যে।

সূত্রের খবর, নতুন এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে পথশ্রী। জানা গেছে, রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরেও বৃহস্পতিবার থেকেই প্রকল্পের সূচনা করা হচ্ছে। স্বভাবতই আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের রাস্তা নিয়ে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধে এবং অভিযোগ না থাকে, তার জন্যই সরকারের পক্ষ থেকে নতুন প্রকল্পের মধ্যে দিয়ে খানাখন্দ রাস্তার দুর্গতি মোকাবিলা করার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে মনে করছেন সকলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, এই পশ্চিম মেদিনীপুর জেলার 21 টি ব্লকের 644 টি রাস্তা পথশ্রীর আওতাধীন রয়েছে। জানা গেছে, জেলা পরিষদের আওতায় থাকা আরও 21 টি রাস্তা এই প্রকল্পের আওতায় আসতে পারে। যেখানে আগামী 1 থেকে 15 অক্টোবরের মধ্যে ধাপে ধাপে এই রাস্তার কাজ শুরু করা হবে। তবে কবে কোন রাস্তার সূচনা হবে, তাও নির্দিষ্টভাবে ঠিক করে দেওয়া হয়েছে। যেখানে প্রকল্প শুরুর দিন 51 টি রাস্তার কাজের সূচনা হবে পশ্চিম মেদিনীপুর জেলায় বলে খবর। তবে এবার এই নতুন রাস্তা নির্মাণের মধ্য দিয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার।

জানা গেছে,, নতুন তৈরি হওয়া রাস্তায় প্রকল্পের নামে একটি বোর্ড বসানো হতে পারে। যেখানে প্রকল্প তৈরীর খরচ সহ বিভিন্ন তথ্য উল্লেখ থাকবে। একাংশের মতে, বর্তমানে রাজ্যের উন্নয়ন নিয়ে যেমন বেশ কিছু অভিযোগ রয়েছে, ঠিক তেমনই সবথেকে বেশি অভিযোগ রয়েছে রাস্তাঘাট নিয়ে। বর্ষার কারণে এমনিতেই রাস্তাগুলোর অবস্থা বড়ই শোচনীয়। তাই এই পরিস্থিতিতে সামনের নির্বাচনের দিকে তাকিয়ে এবার পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে সেই সমস্ত ভঙ্গুর রাস্তাগুলোর সংস্কার করাতে উদ্যোগ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে থাকার কারণে বৃহস্পতিবার জলপাইগুড়ির ফুলবাড়ি থেকে এই “পথশ্রী” প্রকল্পের সূচনা করবেন তিনি। যেখানে নিজ নিজ এলাকার বিধায়করা উপস্থিত থাকবেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিরোধী দল বিজেপির পক্ষ থেকে যখন রাজ্য সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হচ্ছে তখন উন্নয়নের ওপর ভর করেই এবারের নির্বাচনে ঝাঁপাতে চাইছে রাজ্য সরকার। আর তারই অঙ্গ হিসেবে রাস্তাঘাটের সংস্কারের মধ্যে দিয়ে গ্রামীণ এলাকার মানুষের মন জয় করতে উদ্যোগী হতে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। সব মিলিয়ে আজ “পথশ্রী” প্রকল্পের সূচনা পর সেই প্রকল্পের মধ্যে দিয়ে খানাখন্দ রাস্তার দুর্গতি কতটা মেটে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!