এখন পড়ছেন
হোম > রাজ্য > বৃহস্পতিতেই শেষ লকডাউনের মেয়াদ, তারপরেই কি চালু হবে লোকাল ট্রেন? জেনে নিন!

বৃহস্পতিতেই শেষ লকডাউনের মেয়াদ, তারপরেই কি চালু হবে লোকাল ট্রেন? জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে বেশ কিছু ক্ষেত্র সচল করে দেওয়া হলেও, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে লাগু রয়েছে বিধি-নিষেধ। স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে আবার বিধিনিষেধ লাগু করা হবে, নাকি খুলে দেওয়া হবে গোটা রাজ্য, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। খুব দ্রুত রাজ্য সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলেই মনে করা হচ্ছে। তবে বৃহস্পতিবার 15 জুলাই বিধিনিষেধের মেয়াদ শেষ হওয়ার পরে যদি বিধি-নিষেধ আবার জারি করা হয়, তাহলে লোকাল ট্রেন চালানোর ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে, এখন তা নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রেল কর্তৃপক্ষের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি।

ইতিমধ্যেই রাজ্যের পরিবহন ব্যবস্থা সচল করে দেওয়া হয়েছে। তবে লোকাল ট্রেন চালুর ব্যাপারে এখনও পর্যন্ত কোনো রকম পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি রাজ্য সরকারকে। এক্ষেত্রে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার লোকাল ট্রেন চালু করার ব্যাপারে রাজ্যকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু লোকাল ট্রেন চালু করলে ভিড় বেড়ে যেতে পারে। যার ফলে করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছে রাজ্য সরকার। তাই সেই ব্যাপারে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তারা।

তবে যেভাবে অন্যান্য পরিবহন ক্ষেত্রগুলোতে ভিড় বাড়তে শুরু করেছে, তাতে লোকাল ট্রেন চালু না করলে পরিস্থিতি আরও বেগতিক আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। তাই এই পরিস্থিতিতে 15 জুলাই বিধিনিষেধের মেয়াদ শেষ হলে ধীরে ধীরে লোকাল ট্রেন চালু করার ব্যাপারে রাজ্য সরকার সিদ্ধান্ত নিতে পারে বলে তৈরি হয়েছে জল্পনা।

অনেকে বলছেন, বৃহস্পতিবার শেষ হচ্ছে বিধিনিষেধের মেয়াদ। তবে এই বিধি-নিষেধ বহাল রাখা হবে কিনা, তার ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। তবে রেল কর্তৃপক্ষের আবেদন অনুযায়ী, রাজ্যে যদি লোকাল ট্রেন চালু করা হয়, তাহলে ভিড়কে অনেকটাই সামাল দেওয়া যাবে। কিন্তু এই ব্যাপারেও রাজ্য সরকারের সিদ্ধান্তের ওপরেই নির্ভর করছে সবকিছু।

এদিন এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, “স্টাফ স্পেশাল ট্রেনগুলোতে যা ভিড় হচ্ছে, তা দেখে আমরা স্তম্ভিত। অবিলম্বে আমরা সম্পূর্ণভাবে লোকাল ট্রেন পরিষেবা চালু করতে চাই। এই নিয়ে রাজ্যকে চিঠি পাঠানো হয়েছে। রাজ্যের সবুজ সঙ্কেত মিললেই হয়তো শুক্রবার থেকে চালু হতে পারে লোকাল ট্রেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ পূর্ব রেলের জনসংযোগ আধিকারিকের এই কথা থেকেই স্পষ্ট যে, রাজ্য সরকারের ওপর সমস্ত সিদ্ধান্ত নির্ভর করছে। এক্ষেত্রে বেশ কিছুদিন আগে বিধি নিষেধ লাগু করার দিনে লোকাল ট্রেন চালুর ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সেই সময়ে ভিড়ের কথা মাথায় রেখে এখনই যে লোকাল ট্রেন চালু করা সম্ভব নয়, সেই বিষয়টি জানিয়ে দিয়েছিলেন তিনি। তবে বর্তমানে রাজ্যের করোনা পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে। তবে তৃতীয় ঢেউ নিয়ে কিছুটা হলেও চিন্তা রয়েছে।

আর এই পরিস্থিতিতে বিধি-নিষেধের মেয়াদ শেষ হচ্ছে বৃহস্পতিবার। তবে তার আগে সরকারের পক্ষ থেকে সেই বিধিনিষেধ বহাল রাখা নিয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়, নাকি একেবারে সচল করে দেওয়া হয় রাজ্য, তার দিকেই সকলে তাকিয়ে রয়েছেন। তবে তার মাঝেই বিধিনিষেধ বহাল থাকা আর না থাক, লোকাল ট্রেনগুলো যে চালু করা উচিত, সেই ব্যাপারে রাজ্যকে আরও একবার চিঠি দিল রেল কর্তৃপক্ষ। এখন এই ব্যাপারে রাজ্যের পক্ষ থেকে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়, অবশেষে কি শুক্রবার থেকেই চালু হয় লোকাল ট্রেনগুলো, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!