এখন পড়ছেন
হোম > অন্যান্য > চাকরি দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎ, অবশেষে পুলিশের পর্দাফাঁস

চাকরি দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎ, অবশেষে পুলিশের পর্দাফাঁস


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেবাঞ্জন কান্ড সামনে আসার পর থেকেই রাজ্যের একাধিক জায়গা থেকে একের পর এক প্রতারণা চক্রের পর্দাফাঁস হচ্ছে। রাজ্য জুড়ে যেভাবে প্রতারকরা প্রতারণা চক্রের ফাঁদ পেতে রেখেছে, তা দেখে হতবাক হয়ে যাচ্ছে তদন্তকারীরাও। প্রসঙ্গত এবার বর্ধমানের মেমারিতে বড়োসড়ো জালিয়াতির পর্দাফাঁশ করলেন তদন্তকারীরা। কার্যত প্রতারণা করার অভিযোগে আজকে পালসিটের একটি হোটেল থেকে 8 জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, দীর্ঘদিন যাবৎ রাজ্যপালের অভিনন্দন বার্তা দেখিয়ে একটি সংস্থা চাকরিপ্রার্থী ছেলেমেয়েদের কাছে লক্ষাধিক টাকা অধিগ্রহণ করেছে।

প্রতারকরা রোড সেফটি নামে একটি সংস্থা খুলে যাবতীয় প্রতারণা চালিয়েছে। এই বেনামী সংস্থা রাজ্য জুড়ে ছড়িয়ে আছে বলে অভিযোগ এসেছে। সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে দিনের-পর-দিন টাকা নেওয়া হয়েছে এই সংস্থায়, এরকমই অভিযোগ করেছেন প্রতারিত এক যুবক। মেমারি থানার পুলিশ গোপন সূত্রে এই প্রতারণার খবর পায়। এর পরেই তাঁরা পালসিটের একটি হোটেলে হানা দেয়। সেখান থেকেই অভিযুক্ত আটজনকে গ্রেপ্তার করা হয়। বেকার যুবক-যুবতীদের অভিযোগ, শুধু পূর্ব বর্ধমান জেলাতেই নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি চাকরি দেওয়ার নাম করে অফিস খুলে বসেছে প্রতারকরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেখানেই ধরা দিচ্ছে একাধিক বেকার যুবক-যুবতী। চাকরি পাওয়ার জন্য তাঁরা লক্ষাধিক টাকা খরচ করছে। অন্যদিকে জানা গিয়েছে, পালসিট থেকে ধরা পড়া প্রতারকরা জাতীয় সড়কের সেফটি নিরাপত্তার দেখভাল করার দায়িত্ব নিলে কেন্দ্রীয় সরকারের চাকরি মিলবে, এরকম লোভ দেখিয়ে 50000 থেকে শুরু করে দু লক্ষ টাকা পর্যন্ত বেকার যুবক যুবতীদের কাছ থেকে নেয় বলে অভিযোগ উঠেছে। 2018 সাল থেকে এই প্রতারণা চক্র কাজ করে চলেছে বিভিন্ন জায়গায়। চাকরি দেওয়ার নামে ভুয়ো প্রশিক্ষণ শিবির চালু করেছিল প্রতারকরা বলে জানা গিয়েছে।

এমনকি বিভিন্ন বেসরকারি হাসপাতালে মেডিকেলও করানো হয় চাকরিপ্রার্থীদের। আর সেই সূত্রেই চাকরীপ্রার্থীদের কাছে লক্ষাধিক টাকা নেওয়া হয়। সমস্ত অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ 8 জনকে গ্রেপ্তার করে তাঁদেরকে বর্ধমান আদালতে তোলে। একইসাথে প্রতারকদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। আপাতত প্রতারকদের কাছ থেকে আরও নতুন কি কি তথ্য সামনে আসে, তা নিয়েই চলছে আলোচনা। তবে এ ধরনের প্রতারকদের কাছ থেকে বারবার সাবধান থাকার কথা বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!