এখন পড়ছেন
হোম > অন্যান্য > চলতি সপ্তাহেই কি ফল প্রকাশ হতে চলেছে এই পরীক্ষার? বড়সড় ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

চলতি সপ্তাহেই কি ফল প্রকাশ হতে চলেছে এই পরীক্ষার? বড়সড় ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা পরিস্থিতিতে এতদিন স্কুল-কলেজ সবকিছুই বন্ধ রয়েছে। যদিও স্কুল বা কলেজের ক্ষেত্রে অনলাইন ক্লাসের জন্য ব্যবস্থা করা হয়েছিল, তবুও সেক্ষেত্রে কতটা উপকার হবে সেই নিয়েও অভিভাবকদের মধ্যে নানা মতান্তর ছিল। তাদের একাংশের দাবি ছিল, সন্তানদের আখেরে কোনো লাভই হচ্ছে না। উপরন্তু বাড়ি বসে মুশকিল হয়েছে অভিভাবকদের। কার্যত তাদেরই ক্লাস করতে হচ্ছে সন্তানের হয়ে। তবু সেক্ষেত্রে সবথেকে বেশি অসুবিধা হয়েছে প্রথম বছর এবং শেষ বছরের ছাত্র ছাত্রীদের। তবে সেটা মাধ্যমিক স্তর থেকেই হোক বা স্নাতক ও স্নাতকোত্তরের ক্ষেত্রেই হোক।

ব্যাপারটা হচ্ছে অন্যদের ক্ষেত্রে অসুবিধে সেভাবে না হলেও স্নাতকোত্তর বর্ষশেষের অনেকেই নতুন কিছু কাজে যোগদান করে বা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে নতুন বছর নতুন বিষয় নিয়ে নতুন কোন জায়গায় পরীক্ষা দেওয়ার ব্যাপার থাকে। সেই সঙ্গে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল পরীক্ষার জন্যও প্রস্তুতি নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থা করা হয়। তাই সে ক্ষেত্রে যাদের সেই পরীক্ষা হয়ে ওঠেনি সেক্ষেত্রে একটা বাধা তৈরি হয়েছিল। সেই সময় পরীক্ষা হওয়ার কথা হলেও কোর্টে মামলা হওয়া থেকে শুরু করে ইউজিসির বিরুদ্ধে প্রতিবাদ সমস্ত কিছুই চলে। শেষমেষ কিছুদিন আগে জানা যায় শীর্ষ কোর্টের সর্বশেষ বক্তব্য। তাতে তারা স্পষ্ট করে বলে দেয়, যেকোন মূল্যেই পরীক্ষা নিতে হবে। আর তারপরই শুরু হয় জেইই নিট পরীক্ষার প্রস্তুতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রথমে অনেক আন্দোলন অভিযোগ প্রতিবাদ সবকিছুই দেখা গেলেও শেষ পর্যন্ত কিন্তু পরীক্ষা নেওয়ার পক্ষেই থেকে যায় কোর্টের রায়। তাই শেষমেষ পরীক্ষা হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আর সুপ্রিম কোর্টের অনুমোদন সাপেক্ষে চলতি মাসের ১ থেকে ৬ তারিখ হয়েছে জেইই মেন পরীক্ষা। তবে এই মাসের ১৩ তারিখ সর্বভারতীয় মেডিক্যাল এন্ট্রান্স NEET হওয়ার কথা রয়েছে। তবে তার আগেই শোনা গেল JEE মেনের ফলাফল প্রকাশিত হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল সম্প্রতি টুইট করে সেই কথাই জানিয়েছেন।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর মতে, এই পরিস্থিতিতে অনেক ধৈর্যের সঙ্গে প্রায় এক সপ্তাহ ধরে পরীক্ষার ঝামেলা সামলেছেন সকলে। তাই সেক্ষেত্রে শুধু পরীক্ষার্থীই নয়, অভিভাবকদেরও তিনি ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া দূরত্ববিধি-সহ একাধিক কড়া নিয়ম মেনে রাজ্য সরকারগুলো যেভাবে পরীক্ষার্থীদের সুবিধা করে দিয়েছে, তাতে সংশ্লিষ্ট প্রশাসনকেও তিনি অভিনন্দন জানিয়েছেন বলে জানা গেছে। সেই সঙ্গে JEE’র ফলপ্রকাশের নির্দিষ্ট কোনও দিন অবশ্য জানাননি তিনি। শুধু মাত্র বলা হয়েছে, রেজাল্ট জানতে আপাতত মন্ত্রকের ওয়েবসাইটে নজর রাখতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!