এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > চিন্তা বাড়াচ্ছে সংখ্যালঘু ভোট ও দক্ষিণবঙ্গের সংগঠন! ঘুম উড়ছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের!

চিন্তা বাড়াচ্ছে সংখ্যালঘু ভোট ও দক্ষিণবঙ্গের সংগঠন! ঘুম উড়ছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট বাংলার মসনদ দখল করার লক্ষ্যে 2019 এর লোকসভা নির্বাচনের পর থেকেই আটঘাট বেঁধে আসরে নেমেছে গেরুয়া শিবির। লোকসভা নির্বাচনে 18 টি আসন জিতে আগেই গেরুয়া শিবির উত্তরবঙ্গে জায়গা পাকা করেছে। কিন্তু দক্ষিণবঙ্গ নিয়ে বিজেপির শিবিরের কপালে চিন্তার ভাঁজ এখনো বর্তমান। দক্ষিণবঙ্গ জুড়ে শাসক দল তৃণমূলের রমরমা, আর সেই জায়গাতেই বিজেপি ভাগ বসাতে চায়। কিন্তু বাধ সাধছে রাজ্যের সংখ্যালঘু ভোট এবং দক্ষিণবঙ্গে দুর্বল বিজেপি সংগঠন।

এই সূত্রে সম্প্রতি দিল্লিতে হয়ে গেল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্ত্বের বৈঠক। আর এই বৈঠকেই কেন্দ্রীয় নেতৃত্ব দক্ষিণবঙ্গের ওপর বিজেপির কর্তৃত্ব না থাকা নিয়ে যথেষ্ট চিন্তা প্রকাশ করেছে বলে জানা যাচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, উত্তরবঙ্গে যতটা সক্রিয় বিজেপি শিবির, দক্ষিণবঙ্গে ঠিক তার উল্টো ছবি। যে কারণে বিজেপির বঙ্গ নেতৃত্বের উপর যথেষ্ট অসন্তুষ্ট দলের কেন্দ্রীয় নেতারা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সোমবার দিল্লিতে বিজেপির শেষদিনের বৈঠকে কলকাতা উত্তর, ব্যারাকপুর, বসিরহাট, মথুরাপুরের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

আর সেই সূত্রে উঠে এসেছে দক্ষিণবঙ্গে বিজেপির অবস্থা যথেষ্ট নড়বড়ে। য়াশংকা প্রকাশ করা হচ্ছে, এর প্রভাব অচিরেই পড়বে আসন্ন 2021 সালের রাজ্যের বিধানসভা নির্বাচনে। সূত্রের খবর, এদিন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য বিজেপি নেতাদের বৈঠকে উঠে এসেছে সম্প্রতি ভাটপাড়া জুড়ে তীব্র অশান্তির প্রসঙ্গ। জানা গিয়েছে, ভাটপাড়া নিয়ে যাবতীয় রিপোর্ট ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বকে জমা দিয়েছেন ব্যারাকপুরের বিজেপি সংসদ সদস্য অর্জুন সিং।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে কেন্দ্রীয় নেতৃত্বকে অর্জুন সিং ইতিমধ্যে জানিয়েছেন, ব্যারাকপুরের সংখ্যালঘু ভোটকেই হাতিয়ার করে এলাকা দখল নিতে চাইছে শাসকদল। যদিও সেই প্রচেষ্টা যে সফল হবেনা সে কথাও জানান তিনি। তবে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে এদিন কেন্দ্রীয় নেতৃত্ব দলের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। এ প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, প্রত্যেক বিধানসভা আসন ধরে ধরে পর্যালোচনা হয়েছে। আপাতত জানা গিয়েছে গত পাঁচ দিনের বৈঠকের পর এবার বিজেপি তাদের অ্যাকশন প্ল্যান নিয়ে ময়দানে নামতে চলেছে।

অন্যদিকে বিশেষজ্ঞদের দাবি, গত কয়েক দিনে যেভাবে তৃণমূল শিবির তোড়জোড় শুরু করেছে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে, তা যথেষ্ট চাপে ফেলেছে বঙ্গ বিজেপি শিবিরকে। শুধু তাই নয়, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও যথেষ্ট চিন্তায়। আর তাই জন্যেই তড়িঘড়ি তাঁরা বৈঠকে বসে আগামীদিনের প্ল্যান সাজিয়ে নেবার চেষ্টা করলেন। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের দাবি, বাংলায় শুধু হিন্দুত্বের ওপর নির্ভর করে রাজনীতির ময়দানে এগিয়ে থাকা খুব বেশিদিন সম্ভব নয়। সে দিক থেকে তৃণমূল বেশ কয়েক কদম এগিয়ে রয়েছে বিজেপির থেকে। আপাতত নতুন করে বাংলা জিততে কি মাস্টারপ্ল্যান আসতে চলেছে বিজেপির পক্ষ থেকে, সে দিকেই এখন নজর সবার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!