এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কমিশনের নির্দেশে বন্ধ মমতার সাধের প্রকল্প! নির্বাচনের আগে ব্যাপক চাপে রাজ্য!

কমিশনের নির্দেশে বন্ধ মমতার সাধের প্রকল্প! নির্বাচনের আগে ব্যাপক চাপে রাজ্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের আগে এবার রাজ্যের তৃনমূল সরকারকে বড় চাপের মুখে ফেলে দিল নির্বাচন কমিশন। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প “চোখের আলো” বন্ধ হয়ে যেতে চলেছে‌। জানা গেছে, ইতিমধ্যেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারের এই প্রকল্পটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাভাবিকভাবেই নির্বাচনের আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার অনেক আগেই *চোখের আলো” নামক এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে দিয়ে সাধারণ মানুষের মন জয় করার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু এবার যেভাবে সেই প্রকল্প বন্ধ করে দেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন, তাতে রাজ্য সরকার অত্যন্ত চাপে পড়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, গত 4 জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে এই চোখের আলো নামক প্রকল্পের কথা ঘোষণা করেন। যেখানে জানিয়ে দেওয়া হয়, রাজ্যের সমস্ত নাগরিক চক্ষু চিকিৎসার সুযোগ পাবেন। আর এরপরই রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় এই প্রকল্পের অংশ হিসেবে শিবির শুরু হয় চশমা দেওয়া থেকে শুরু করে ছানি কাটা, চোখের বিভিন্ন সমস্যার দ্রুত এই প্রকল্পের মধ্যে দিয়ে করতে চেয়েছিল রাজ্য সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তার মাঝেই সম্প্রতি নির্বাচনের দিন ঘোষণা করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। লাগু হয়ে যায় আদর্শ আচরণ বিধি। ফলে নতুন করে আর কোনো সরকারি প্রকল্পের কাজ করা যাবে না। তাই এই পরিস্থিতিতে বন্ধ হয়ে যেতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাধের প্রকল্প। বিশ্লেষকরা বলছেন, ভোটের আগে জনতা জনার্দনের মন পাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিল।

কিন্তু শেষ পর্যন্ত সেই প্রকল্প কমিশনের নির্দেশে বন্ধ হয়ে যাওয়ায় অনেকটাই চাপে পড়ে গেল রাজ্য সরকার‌। এক্ষেত্রে ভোট বৈতরণী পার হওয়ার জন্য জনতার মঞ্চে শাসক দল নির্বাচনের কিছু আগেই প্রকল্প নিয়ে মানুষের মন জয়ের চেষ্টা করেছিল। যাকে কটাক্ষ পড়েছিলেন বিরোধীরা। আর এই পরিস্থিতিতে কমিশনের এই পদক্ষেপ সরকারকে ঠিক কতটা চাপে রাখে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!