এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আবহে শিশুদের ভ্যাক্সিনেশন নিয়ে বড়োসড়ো পদক্ষেপ কেন্দ্রের

করোনা আবহে শিশুদের ভ্যাক্সিনেশন নিয়ে বড়োসড়ো পদক্ষেপ কেন্দ্রের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি দেশে চলছে করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ। দৈনিক ৩ লক্ষ বা তার কাছাকাছি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। দৈনিক করোনায় মৃত্যু হচ্ছে চার হাজার বা তার বেশি মানুষের। এই পরিস্থিতিতে করোনার ভ্যাকসিনেশনের ওপর জোর দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। এদিকে আগামী সেপ্টেম্বর মাসে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, করোনার তৃতীয় ঢেউ তীব্রভাবে সংক্রমিত করবে দেশের শিশুদের। তাই এবার শিশুদের দ্রুত ভ্যাকসিনেশনের কাজ শুরু নির্দেশ দিয়েছেন একাধিক বিশেষজ্ঞ। এবার শিশুদের ভ্যাকসিনেশনের ক্লিনিক্যাল ট্রায়াল আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে।

সম্প্রতি দেশের একাধিক রাজ্যে ১৮ বছরের অধিক বয়স্কদের ভ্যাকসিনেশনের কাজ চলছে। তবে ভ্যাকসিনের অভাবের কারণে বেশ কিছু স্থানে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া যথেষ্টভাবে ব্যাহত। এই পরিস্থিতিতে এবার থেকে ২-১৮ বছর বয়স্কদের জন্য কোভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালে সম্মতি দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। আগামী কিছুদিনের মধ্যে শিশুদের ওপর কোভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্র্যায়াল শুরু হতে চলেছে। নীতি আয়োগ এর প্রধান ভি কে পাল শিশুদের ওপর কোভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্র্যায়াল শুরু করার বিষয়টি সম্পর্কে জানিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

চিকিৎসক ও বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনার তৃতীয় ঢেউ শিশুদের ওপর বিরাট আঘাত হানবে। শিশুরা যদি অসুস্থ হয়ে পড়ে তবে তাদের হাসপাতালে ভর্তি করতে গেলে তার মা-বাবাকে সঙ্গে থাকতে হবে। সে ক্ষেত্রে করোনা সংক্রমণ তাদের মধ্যেও ছড়িয়ে পড়বে। তাই দ্রুত দেশের সমস্ত শিশুদের টিকা দেওয়ার ব্যাপারে নিদান দিয়েছেন দেশের একাধিক বিশেষজ্ঞ ও চিকিৎসক। এই অবস্থায় কোভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার অফ ইন্ডিয়া। আগামী ১০ দিনের মধ্যে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে।

এদিকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে আবার প্রধানমন্ত্রীর প্রতি বিষোদগার করেছেন রাহুল গান্ধী। করোনা সংক্রমণের হাত থেকে শিশুদের রক্ষা করতে কেন্দ্রীয় সরকারকে সচেষ্ট হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, করোনা সংক্রমণে হাত থেকে শিশুদেরকে রক্ষা করা প্রয়োজন। দেশে শিশুদের যে চিকিৎসা পদ্ধতি ও টিকাকরণ প্রক্রিয়া রয়েছে, তাকে অন্তঃসারশূন্য বলে তিনি কটাক্ষ করেছেন। তিনি জানিয়েছেন, দেশের ভবিষ্যৎকে করোনার হাত থেকে রক্ষা করতে কেন্দ্রীয় সরকারের ঘুম থেকে জেগে ওঠার প্রয়োজন।

অন্যদিকে রাজ্যজুড়ে করোনার ভ্যাকসিনের তীব্র অভাবের পরিস্থিতিতে আজ সকালে পুনে থেকে রাজ্যে দু’লক্ষর বেশি কোভিশিল্ড এসে পৌঁছেছে। পুনের সেরাম ইন্সটিটিউটের কাছ থেকে সরাসরি কোভিশিল্ড কিনেছে রাজ্য সরকার। আজ সকাল নটার সময় নেতাজি আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছেছে কোভিশিল্ড। এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে করে কোভিশিল্ড পাঠিয়ে দেয়া হয়েছে কলকাতায়। বাগবাজারে কোভিশিল্ড সংরক্ষণ করা হবে বলে, জানা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!