এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > করোনা আবহে স্বাস্থ্য পরিকাঠামোয় গতি আনতে রাজ্যে একাধারে ছটি মেডিকেল কলেজ নির্মাণের ঘোষণা

করোনা আবহে স্বাস্থ্য পরিকাঠামোয় গতি আনতে রাজ্যে একাধারে ছটি মেডিকেল কলেজ নির্মাণের ঘোষণা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আবহে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় গতি আনতে রাজ্যে একসঙ্গে ছটি মেডিকেল কলেজ নির্মাণের ঘোষণা করেছে নবান্ন। ইতিমধ্যে রাজ্যে বারোটি সরকারি মেডিকেল কলেজ রয়েছে ও তিনটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। আবার, কল্যাণীতে রাজ্যের প্রথম এইমস হাসপাতাল তৈরি হতে চলেছে। আর এর মধ্যেই নবান্নের পক্ষ থেকে রাজ্যে ৬ টি মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘোষণা করা হয়েছে।

এই ছটি মেডিকেল কলেজ নির্মাণে রাজ্যকে বিশেষভাবে আর্থিক সাহায্য দিতে চলেছে কেন্দ্র সরকার। জানা যাচ্ছে , রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে আলোচনা করে এই মেডিকেল কলেজ গুলির নাম নির্ধারণ করা হয়েছে। জানা যাচ্ছে, এগুলির মধ্যে একটি মেডিকেল কলেজ প্রফুল্ল চন্দ্র সেন ও একটি মেডিকেল কলেজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যে যে ৬ টি মেডিকেল কলেজ তৈরি করা হচ্ছে। সেগুলি হল- হুগলির আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতাল, পূর্ব মেদিনীপুরের তমলুকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতাল, উত্তর ২৪ পরগনার বারাসতে বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঝাড়গ্রামে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, উলুবেড়িয়াতে শরতচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতাল ও জলপাইগুড়িতে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল।

করোনা সংক্রমণ কালে রাজ্য সরকারের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসক মহল। এর ফলে একদিকে যেমন চিকিৎসা পরিষেবা এক ধাক্কায় অনেকটা বাড়তে চলেছে। তেমনি ডাক্তারি ক্ষেত্রে পড়ুয়াদের আসনও এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে। ইতিপূর্বে নতুন মেডিকেল কলেজ স্থাপন ও সেইসঙ্গে একাধিক সুপার স্পেশালিটি, মাল্টিস্পেশালিটি হাসপাতাল বানানো হয়েছিল রাজ্যের পক্ষ থেকে। এবার একসঙ্গে ছটি মেডিকেল কলেজের ঘোষণা করা হলো নবান্নের পক্ষ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!