এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আবহে এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব ২০ জন বিধায়ক, জোর জল্পনা রাজ্য রাজনীতিতে

করোনা আবহে এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব ২০ জন বিধায়ক, জোর জল্পনা রাজ্য রাজনীতিতে


গোটা বিশ্বের মতো ভারতেও বাড়ছে করোনা, বাদ যায়নি কর্ণাটকও। সেখানে রোজ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এদিকে এর মধ্যেই নতুন সংকট এসে উপস্থিত হয়েছে কর্ণাটকের রাজনীতির আকাশে। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী
বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে সরব হয়েছেন ২০ জন বিধায়ক। যার জেরে অস্বস্তিতে রয়েছে সরকার।

সূত্রের খবর অনুযায়ী, ইয়েদুরাপ্পার বিরুদ্ধে যে ২০ জন বিধায়ক আওয়াজ তুলেছেন তাদের বেশিরভাগই উত্তর কর্ণাটকের। জানা যাচ্ছে ওই ২০ জন বিক্ষুব্ধ বিধায়কই কাট্টি বেলগাঁও জেলার প্রভাবশালী বিজেপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী উমেশ কাট্টির সমর্থক। জানা গেছে বৃহষ্পতিবারই ২০ জন বিধায়ককে ডিনারে আমন্ত্রণ জানিয়েছিলেন উমেশ কাট্টি। আর তারপরেই কর্ণাটকের রাজনীতিতে এই দুর্যোগ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে, ক্ষুব্ধ বিধায়কেরা কয়েকটি দাবি করেছেন মুখমন্ত্রীর কাছে। সেগুলি হলো – ওই সমস্ত ক্ষুব্ধ বিধায়কেরা আটবারের বিধায়ক উমেশ কাট্টিকে পরিষদীয় মন্ত্রী হিসাবেও দেখতে চান। এখনই শেষ নয়, উমেশ কাট্টির ভাই রমেশ কাট্টিকে রাজ্যসভায় সাংসদ করার দাবিও জানিয়েছেন তারা। জল এতদূর গড়িয়েছে যে তড়িঘড়ি বৈঠকে বৈঠকে বসেছেন ইয়েদুরাপ্পা-কাট্টি। তবে বিক্ষুব্ধ বিধায়কদের সব দাবি মেনে নেন ইয়েদুরাপ্পা তবে তা কর্ণাটকের সমসাময়িক রাজনীতির মানচিত্র বড়সড় পরিবর্তন আনবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ইয়েদুরাপ্পা-কাট্টি বৈঠকের পর জল কোনদিকে গড়ায় এখন সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী ।

প্রসঙ্গত, কর্ণাটকের রাজনীতি অনেকদিন ধরেই টালমাটাল চলছিল। কর্ণাটকের বিধাসভা ভোট মেটার পর বিজেপি একা সংখ্যাগরিষ্ঠতা পাই নি , যার ফলে সুযোগের সদ্ব্যবহার করে কংগ্রেস। তারা জিডিএসের সাথে হাত মিলিয়ে সরকার গঠন করে কিন্তু সেই সরকারের স্থায়িত্ব হয় মাত্র ১ বছর ৬১ দিন। অন্যদলের বিধায়করা বিজেপিতে যোগ দেন ফলে ফের সংযাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিজেপি। কিন্তু ফের ২০ জন বিধায়কের একত্রে এই বিক্ষোভ ফের কি নতুন করে রাজনীতির আকাশে কালো মেঘ নিয়ে আসছে জোর জল্পনা রাজনৈতিকমহলে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!