এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > করোনা দুর্গতদের সাহায্যার্থে এবার এগিয়ে এলো এসএফআই, জেনে নিন

করোনা দুর্গতদের সাহায্যার্থে এবার এগিয়ে এলো এসএফআই, জেনে নিন

সারাবিশ্বে করোনার পরিস্থিতি ক্রমশ ভয়ানক হয়ে দাঁড়াচ্ছে। একের পর এক দেশ করোনা সংক্রমিত হয়ে মৃত্যু শিবিরে পরিণত হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে ভারতেও করোনা হানা দিয়েছে। ভারতের যে বিভিন্ন রাজ্যগুলির মধ্যে করোনার সংক্রমণ ছড়িয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। ইতিমধ্যে করোনা পরিস্থিতির জেরে সবথেকে দুর্বিপাকে পড়েছে অসহায় গরীব মানুষগুলি। রাজ্য জুড়ে চলছে লকডাউন। ফলে দোকান বাজার খোলা থাকলেও মজুদ সেভাবে থাকছে না কোন কিছুই।

তবে গরিব মানুষদের জন্য ইতিমধ্যে দলমত নির্বিশেষে অনেকেই সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। এবার বামপন্থী ছাত্র সংগঠন এসএফআইয়ের পক্ষ থেকে বারাসাত স্টেশন সংলগ্ন গৃহহীন মানুষদের হাতে ডিম ভাত ও সবজি সহ অন্যান্য খাবার তুলে দেওয়া হয়েছে। যদিও ডিম্ভাত কথাটি শুনলেই মনে পড়ে যায় তৃণমূলের মিছিলে আসা সমর্থকদের ডিম ভাত খাওয়া নিয়ে একসময় সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠার ঘটনা। যদিও এই সময় কোন কথা মনে না রেখে দলমত নির্বিশেষে প্রত্যেককেই কাজ করে চলেছেন দুস্থদের জন্য।

অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকেও পাড়ায় পাড়ায় আলু, চাল, বিস্কুট ইত্যাদি বিতরণ করা হচ্ছে। বারাসাত এসএফআই জানিয়েছে, তাঁরা সব রকম সাহায্যের জন্য প্রস্তুত। ইতিমধ্যে তাঁদের হেল্পলাইনে রক্তের জন্য ফোন এসেছিল। বারাসাত এসএফআইয়ের পক্ষ থেকে উদ্যোগী হয়ে ডোনার পাঠানো হয়। এমনকি বারাসাত এসএফআইয়ের মাধ্যমে যদি কেউ দুর্গতদের পাশে দাঁড়াতে চান, তাহলে তার ব্যবস্থাও করে দিচ্ছেন তাঁরা। বারাসাতে এসএফআই সংগঠন আবেদন জানিয়েছে, শুকনো খাবার এবং সাধ্যমত অর্থসাহায্য যা দিয়ে তাঁরা সাধারণ গরিব মানুষ এবং গৃহহীনদের সাহায্যে ব্যবহার করবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই সাহায্যের জন্য একটি গুগল পে, ফোনপে, পে টি এম এর জন্য একটি নাম্বার দেওয়া হয়েছে। নাম্বারটি হল 9874 3110 95, ফোন নাম্বার হল 900 754 5980। শুধুমাত্র খাবার দিয়ে নয়, এলাকায় ঘুরে ঘুরে অভিজ্ঞ মহিলা বাম সমর্থকরা প্রয়োজন মতো বাড়ি বাড়ি গিয়ে স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিচ্ছেন বলে জানা গেছে। ইতিমধ্যেই বাম যুব ছাত্র সংগঠন করোনা নিয়ে সচেতনতা কর্মসূচি শুরু করেছে পশ্চিম বর্ধমানের কয়লা খনি অঞ্চলে। অন্যদিকে সূত্রের খবর, বামপন্থীদের এই স্যানিটারি ন্যাপকিন বিতরণের ঘটনায় ব্যাপক সাড়া পড়েছে। বামপন্থী সংগঠনগুলি আগেই জানিয়েছিল মাস্ক ও স্যানিটাইজার তৈরীর কাজ চলছে। আর লকডাউন এর মধ্যেই তা বিলি করতে পথে নামেন পশ্চিম বর্ধমানের বাম সমর্থকরা।

রাজ্যের বিভিন্ন জায়গায় বামপন্থীরা বিনামূল্যে মাছ এবং খাবার সরবরাহ করছেন বলে জানা গেছে। এমনকি সচেতনতা প্রচারে তাঁরা যা বলছেন তা হল, এলাকায় সরকারি নির্দেশ মেনে যেন সবাই বাড়িতে থাকে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সংক্রমণের জেরে যে দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে তা বুঝতে দলমত নির্বিশেষে যেভাবে রাজনৈতিক দলগুলির ঝাঁপিয়ে পড়েছে তা সত্যিই প্রশংসনীয়। ইতিমধ্যে করোনা সংক্রমণকে ব্যাপকহারে ছড়ানো রুখতে কেন্দ্র ও রাজ্য সরকারের মিলিত সিদ্ধান্তে লকডাউন চলছে দেশজুড়ে। অন্যদিকে বিজ্ঞানীদের দাবি, একমাত্র সচেতনতাই করোনার হাত থেকে মুক্তি দেবে। তাই এই মুহূর্তে সমগ্র দেশজুড়ে চলছে সচেতনতা বাড়ানোর পদক্ষেপ।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!