এখন পড়ছেন
হোম > জাতীয় > ধীরে ধীরে গোটা ভারত জুড়ে তীব্র হচ্ছে করোনার থাবা! মারণ ভাইরাসে আক্রান্ত ৮৬৩, মৃত ১৯!

ধীরে ধীরে গোটা ভারত জুড়ে তীব্র হচ্ছে করোনার থাবা! মারণ ভাইরাসে আক্রান্ত ৮৬৩, মৃত ১৯!


টানা 21 দিন লকডাউনের বিজ্ঞপ্তি জারি করেছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ পেরিয়ে যাতে তৃতীয় ধাপে তা না যায়, তার জন্য চেষ্টা শুরু হয়েছে সর্বত্র। আশা করা হয়েছিল, লকডাউনের ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমবে এবং ভারতবাসী তাদের প্রতিবেশী আর কাউকে হারাবেন না। তবে দেশে লকডাউনের তৃতীয় দিনেও তিনজন ভারতবাসীকে হারাতে হল।

সূত্রের খবর, বৃহস্পতিবার মধ্যরাতে মধ্যপ্রদেশের একজন এবং শুক্রবার কর্ণাটক ও মহারাষ্ট্রের একজন করে ব্যক্তির মৃত্যু হয়‌। আর দেশের তিন রাজ্যে 3 জন ব্যক্তির মৃত্যুর ফলে, এখন গোটা দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল 19 জনে। শুধু তাই নয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গৃহবন্দীর সংখ্যা দিনকে দিন বাড়তে শুরু করেছে। জানা যাচ্ছে, শুক্রবার সেই সংখ্যাটা বৃদ্ধি পেয়ে 863 জনে দাঁড়িয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার মধ্যে 816 জন ভারতীয় এবং 47 জন বিদেশী নাগরিক। আশ্চর্যজনকভাবে একদিনের মধ্যে ভারতে আক্রান্তের সংখ্যা 150 জনকে ছোঁয়ায় এখন ভারত তৃতীয় ধাপে যেতে চলেছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। তথ্য বলছে, এখনও পর্যন্ত গোটা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত সবথেকে বেশি হয়েছেন কেরলে। দ্বিতীয়তে মহারাষ্ট্র – যেখানে আক্রান্তের সংখ্যা 130।

এদিকে তেলেঙ্গানায় 45, দিল্লিতে 35, হরিয়ানায় 16, জম্মু-কাশ্মীরে 13 জন মানুষ এখনও পর্যন্ত এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে দেশের বাকি রাজ্যগুলির পরিস্থিতিও খুব একটা সন্তোষজনক বলা যাবে না। উত্তরপ্রদেশে 40, অন্ধপ্রদেশের 12, বিহারের 6, পশ্চিমবঙ্গে 15, উত্তরাখণ্ডের চার, চন্ডিগড় 7, গোয়ায় 3, ছত্রিশগড়ের 6 জন মানুষ এখনও পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সব মিলিয়ে একদিকে যেমন আক্রান্তের সংখ্যা বাড়ছে, ঠিক তেমনই পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। করোনা ভাইরাসের মারণ ছোবল গোটা বিশ্বকেই টালমাটাল করে তুলেছে, ভারতও স্বাভাবিক নিয়মেই বাদ যায় নি এর করাল গ্রাস থেকে। যদিও দেশের কেন্দ্র সরকার ও বিভিন্ন রাজ্য সরকার থেকে স্থানীয় প্রশাসন আপ্রাণ চেষ্টা করছে করোনার গ্রাস থেকে দেশবাসীকে মুক্ত করতে। কিন্তু যেভাবে লাফিয়ে লাফিয়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে তাতে কিভাবে পরিস্থিতি সামলানো যাবে, এখন সেই প্রশ্নই বড় হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!