এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আবহে থমকে গেছে জীবন! কিভাবে দিন কাটছে হেভিওয়েট রাজনীতিবিদদের? উঠে আসছে কোন নতুন দিক?

করোনা আবহে থমকে গেছে জীবন! কিভাবে দিন কাটছে হেভিওয়েট রাজনীতিবিদদের? উঠে আসছে কোন নতুন দিক?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সেই মার্চ মাস থেকে করোনা ভাইরাসকে আটকাতে শুরু হয়েছে লকডাউন। মানুষ কার্যত গৃহবন্দি। খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোচ্ছেন না। তবে বর্তমানে আনলক প্রক্রিয়ার মধ্য দিয়ে কিছুটা হলেও পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তবে বাইরে বেরোনোর সাহস অত সহজে দেখাতে পারছেন না অনেকে। আর এই পরিস্থিতিতে প্রতি মুহূর্তে যারা জনসাধারনের পাশে থাকেন, সেই রাজনৈতিক নেতা-নেত্রীদের বাড়িতে থাকতে গিয়ে কার্যত হাঁসফাঁস অবস্থা।

এমন ভয়াবহ পরিস্থিতির কখনই তারা সম্মুখীন হননি। দিনভর মিটিং-মিছিল, আলাপ-আলোচনা মানুষের সঙ্গে কথা বলা যাদের প্রধান কাজ ছিল, সেই নেতা, বিধায়ক, সাংসদরা এখন কিভাবে সময় কাটাচ্ছেন? সূত্রের খবর, সদ্য প্রকাশিত একটি বিশ্লেষণে দেখা যাচ্ছে, দেশের বেশিরভাগ সাংসদ এই সময় বই পড়ে কাটাচ্ছেন। বস্তুত, লোকসভার ওয়েবসাইট প্রোফাইলে দেশের 373 জন সাংসদদের বারোশোর বেশি হবি এবং বিশেষ ধরনের শখের সন্ধান পাওয়া গেছে। আর সেখানেই বেশিরভাগ সাংসদ বই পড়াকে পছন্দ করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তা দেখেই বিশেষজ্ঞরা বলছেন যে, এই অবসর সময়ে যখন ঘরে থেকে দেশের উন্নতি করা যায় বলে মনে করা হচ্ছে, তখন সাংসদদের সিংহভাগই বই পড়ে তাদের সময় কাটাচ্ছেন। এক্ষেত্রে সাহিত্য এবং জীবনী মূলক বই অনেক সাংসদের বেশি পছন্দ বলে খবর। যেমন বিপ্লবী গল্পকথার বই পড়তে সবথেকে বেশি পছন্দ করেন শিবসেনার সাংসদ গজানন কীর্তিকর। তবে অনেকে আবার শাস্ত্র ও সংবাদপত্র পড়তে বেশি পছন্দ করেছেন।

অন্যদিকে অন্ধ্রপ্রদেশের অবিনাশ রেড্ডি সেচ প্রকল্পের উপর গবেষণা পত্র এবং বই পড়ছেন। আবার পশ্চিমবঙ্গের মালদহের কংগ্রেস সাংসদ আবু হোসেন খান চৌধুরী পড়ছেন সুফিবাদের বই। কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিরোধী নেতা রাহুল গান্ধী এই সময় কিভাবে সময় কাটাচ্ছেন? জানা গেছে, কাজ না থাকলে বেশিরভাগ সময় প্রকৃতির মাঝে থাকতেই পছন্দ করছেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী‌ অন্যদিকে অবসর সময়ে সাঁতার, আইকিডো প্র্যাকটিস করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন কংগ্রেসের রাহুল গান্ধী।

অর্থাৎ যে বইকে সমাজের দর্পণ বলা হত, তা যে বর্তমান সময় অত্যন্ত উপযোগী হয়ে দাঁড়িয়েছে দেশের রাজনৈতিক হেভিওয়েট নেতা নেত্রীদের কাছে, তা বলার অপেক্ষা রাখে না। অবসর সময়ে বই যে সত্যিই আমাদের মন প্রাণকে আলোড়িত করে তোলে, তা বর্তমান সময় না এলে হয়ত অনেক ক্ষেত্রেই অজানা থেকে যেত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে লকডাউনের পরিস্থিতিতে বাড়িতে বসে অবসর সময়ে অন্যান্য কাজের পাশাপাশি বই বড় সম্বল হয়ে দাঁড়িয়েছে সকল রাজনৈতিক নেতা-নেত্রীদের কাছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!