এখন পড়ছেন
হোম > রাজ্য > জেলাজুড়ে শাসক সন্ত্রাস, চোখ বুজে পুলিশ, বাম বিক্ষোভে উত্তাল উত্তরবঙ্গ

জেলাজুড়ে শাসক সন্ত্রাস, চোখ বুজে পুলিশ, বাম বিক্ষোভে উত্তাল উত্তরবঙ্গ

বৃহস্পতিবার কোচবিহার শহরের সুনীতি রোডে ব্রাহ্মমন্দির সংলগ্ন এলাকায় ,জেলা জুড়ে বামকর্মী ও প্রার্থীদের হুমকি, মারধরের প্রতিবাদে এবং প্রতিটি ঘটনায় পুলিশি হস্তক্ষেপের দাবিতে বৃহস্পতিবার অবস্থানে সামিল হলো জেলা বামফ্রন্ট। এদিন দুপুর ১টা থেকে প্রায় ৪টে পর্যন্ত এই অবস্থান স্থায়ী হয়। এরপর বাম নেতা কর্মীরা মিছিল করে পুলিশ সুপারের দফতরের সামনে আসেন এবং পুলিশ সুপারকে স্বারকলিপি জমা দেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিনের কর্মসূচীতে দলের তরফে উপস্থিত ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক তারিণী রায়, সিপিএম জেলা সম্পাদক অনন্ত রায়, ফরওয়ার্ড ব্লকের পক্ষে দলের জেলা সভাপতি দীপক সরকার, সম্পাদক পরেশচন্দ্র অধিকারী ছাড়াও সিপিআই ও আরএসপি জেলা নেতৃত্ব প্রমুখ। এদিনের কর্মসূচীতে নিজের ভাষণে সিপিএম জেলা সম্পাদক অনন্ত রায় বললেন, ”  দিকে দিকে বামপন্থীরা আক্রান্ত হচ্ছে, বিভিন্ন স্থানে মনোনয়ন তুলতে বাধা দেওয়া হয়েছে শাসক দলের পক্ষ থেকে। যেখানে বা মনোনয়ন জমা দেওয়া গিয়েছে, সেখানে প্রার্থীদের মনোনয়ন পত্র তুলতে বাধ্য করেছে শাসক দল। আর যারা তোলেনি তাঁদের হুমকি দেওয়া হচ্ছে।” ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি দীপক সরকার বললেন, ”বিভিন্ন স্থানে তাঁদের প্রার্থী ও কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, বাড়ি ঘড় ভাঙচুর করা হচ্ছে। কারও দোকান লুঠ করা হচ্ছে। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না।” এইসব দাবি নিয়ে এদিন জেলা বামফ্রন্টের এক প্রতিনিধিদল জেলার পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি পেশ করেন।

আজ থেকে প্রিয় বন্ধু বাংলার অফিসিয়াল ফেসবুক আইডি হল – Priyo Bandhu Bengali

আমাদের সব খবর, সমস্ত আপডেট পাওয়া যাবে এখানেই – https://www.facebook.com/pbmediaofficial/

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!