এখন পড়ছেন
হোম > জাতীয় > ‘ রাজ্যের কাজ রাজ্যকে করতে দিন’ মোদিকে স্পষ্ট বার্তা মমতা ব্যানার্জীর

‘ রাজ্যের কাজ রাজ্যকে করতে দিন’ মোদিকে স্পষ্ট বার্তা মমতা ব্যানার্জীর


রবিবার রাজধানী দিল্লীতে আয়োজিত হলো নীতির আয়োগের বৈঠক। অন্য সকল রাজ্যের মুখ্যমন্ত্রীর ন্যায় সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঐ বৈঠকে রাজ্যের কাজে কেন্দ্রের হস্তক্ষেপের বিরোধিতায় জোর সওয়াল করলেন তিনি। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্যে করে তিনি বললেন ,” রাজ্যের কাজে হস্তক্ষপ করে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় ব্যাঘাত ঘটাবেন না। রাজ্যের কাজ রাজ্যকে করতে দিন। কেননা রাজ্যের পরিকল্পনার বাস্তবায়ন রাজ্যকেই করতে হবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সেখানে হস্তক্ষেপ মানেই উন্নয়নে ব্যাঘাত।” শুধু তাই নয় এই বৈঠকের পরবর্তী সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্পষ্টতই জানালেন তিনি রাজ্যের কাজে কেন্দ্রের অযাচিত প্রবেশাধিকার সমর্থন করবেন না। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর সামনে অনেক বিষয় উত্থাপন করে সওয়াল করলেন। তিনি একরকম জবাব চেয়েই প্রশ্ন করে বললেন যে, “আপনিই বলছেন রাজ্যগুলে ভালো কাজ করেছে, পশ্চিমবাংলাও ভালো কাজ করেছে, তাহলে অর্থবরাদ্দ এত কম কেন? কেন বকেয়া মেটানো হচ্ছে না?” প্রসঙ্গত এদিনের বৈঠকে শুধু এই রাজ্যের মুখ্যমন্ত্রীই নয় দেশের অধিকাংশ অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সম্মিলিত বিরোধিতার কবলে পড়েন প্রধানমন্ত্রী। পরিস্থিতি প্রতিকূলে যাচ্ছে দেখে অত্যন্ত বিচক্ষণতার সাথে তা সামাল দেওয়ার চেষ্টা করে প্রধানমন্ত্রী বৈঠকে উপস্থিত সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যেই বললেন, “আমাদের এক জোট হয়ে সমস্ত সমস্যার সমাধান করতে হবে। কাজ করতে হবে টিম ইন্ডিয়া হিসেবে।” তখনই আবার প্রধানমন্ত্রীর কথায় এবং কাজে বিস্তর ফারাক জানিয়ে সরব হলএন পশ্চিমবঙ্গ সহ কেরল, কর্ণাটক এবং তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বললেন , “, কেন্দ্রীয় সরকার গণতন্ত্রকে হত্যা করছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!