এখন পড়ছেন
হোম > অন্যান্য > আজকের রাশিফল – কেমন যাবে ১১ ই জুন, মঙ্গলবারের দিন? কি বলছে ভাগ্যচক্র?

আজকের রাশিফল – কেমন যাবে ১১ ই জুন, মঙ্গলবারের দিন? কি বলছে ভাগ্যচক্র?


ভাগ্যচক্র ও জ্যোতিষমতে কেমন কাটবে আপনার আজকের দিন? কি কি শুভ বা অশুভ যোগ রয়েছে? কি এড়িয়ে চলবেন? কেমন যাবে আপনার আর্থিক ভাগ্য? প্রেম বা দাম্পত্যের ক্ষেত্রেই বা কি হবে? জেনে নিন দিনের শুরুতেই।

মেষরাশি (ARIES – জন্মদিন ২১ শে মার্চ – ২০ শে এপ্রিল) – আপনার স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আর্থিক যোগ আপনার জীবনে আরও দৃঢ় হবে। নারীভাগ্যে লাভবান হবেন।

বৃষরাশি (TAURUS – জন্মদিন ২১ শে এপ্রিল – ২১ শে মে) – স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। আপনার দৈনন্দিন বিনিময়ে লোকসান হতে পারে। আপনার কাজ নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করলেও কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারবেন না।

মিথুনরাশি (GEMINI – জন্মদিন ২২ শে মে – ২১ শে জুন) – লোকের উপর সন্দেহ ও ভুল বোঝাবুঝি বাড়বে। কর্মক্ষেত্রে কাজের বোঝা বৃদ্ধি পেতে পারে। আর্থিকভাবে লাভবান হলেও, খরচ বৃদ্ধি পাবে।

কর্কটরাশি (CANCER – জন্মদিন ২২ শে জুন – ২২ শে জুলাই) – আপনার সৌভাগ্যের চাকা ঘুরতে শুরু করল। ভাই-বোনের ভাগ্যে লাভবান হবেন। পারিবারিক জীবন সুখের হবে।

সিংহরাশি (LEO – জন্মদিন ২৩ শে জুলাই – ২১ শে আগষ্ট) – আর্থিকভাবে লাভবান হবেন। আপনার রুক্ষ ব্যবহার আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। মুখ অথবা চোখের সমস্যায় পড়তে পারেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কন্যারাশি (VIRGO – জন্মদিন ২২ শে আগষ্ট – ২৩ শে সেপ্টেম্বর) – আপনার সুখ ও স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে অগ্রগতি লক্ষ্যণীয়, নতুন কাজের ভার পেতে পারেন, যা ভবিষ্যতে লাভ দেবে। কর্মক্ষেত্রে দুর্দান্ত একটা দিন যাবে।

তুলারাশি (LIBRA – জন্মদিন ২৪ শে সেপ্টেম্বর – ২৩ শে অক্টোবর) – ভ্রমণৰ জন্য পরিকল্পনা করতে পারেন। মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। খরচ-খরচা বৃদ্ধি পাবে, স্বাস্থ্যের যত্ন নিন।

বৃশ্চিকরাশি (SCORPIO – জন্মদিন ২৪ শে অক্টোবর – ২২ শে নভেম্বর) – চাকরি অথবা ব্যবসায় সুখবর পেতে পারেন। অন্যান্য দিক থেকেও লাভবান হতে পারেন। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কেটে যাবে।

ধনুরাশি (SAGITTARIUS – জন্মদিন ২৩ শে নভেম্বর – ২২ শে ডিসেম্বর) – চাকুরী ক্ষেত্রে পদোন্নতি হতে পারে। কাজের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। সব কাজেরই সুষ্ঠু সমাধান করে ফেলবেন। বয়োজ্যেষ্ঠদের কারণে লাভবান হবেন।

মকররাশি (CAPRICORN – জন্মদিন ২৩ শে ডিসেম্বর – ২০ শে জানুয়ারি) – চাকরি অথবা ব্যবসায় ব্যর্থতা আসার সমূহ সম্ভাবনা। ধর্ম নিয়ে আকর্ষণ বাড়বে। সন্তানের সঙ্গে মতানৈক্য হতে পারে। খরচ বহুগুন বৃদ্ধি পাবে।

কুম্ভরাশি (AQUARIUS – জন্মদিন ২১ শে জানুয়ারি – ১৯ শে ফেব্রুয়ারি) – পারিবারিক সমস্যা বৃদ্ধি পাবে। রেগে যাওয়ার আগে বা আক্রমনাত্মক হওয়ার আগে দুবার ভাবুন। স্বাস্থ্য নিয়ে সমস্যা চলতেই থাকবে। খরচ অনেকটাই বেড়ে যাবে।

মীনরাশি (PISCES – জন্মদিন ২০ শে ফেব্রুয়ারি – ২০ শে মার্চ) – নতুন যানবাহন করি করতে পারেন। জীবনসাথীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। সহকর্মীদের সাহায্যে কর্মক্ষেত্রে সাফল্য আসবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!