এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘দায়িত্ব আর আমি পালন করতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে।’ পদত্যাগ শুভেন্দু ঘনিষ্ঠ নেতার

‘দায়িত্ব আর আমি পালন করতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে।’ পদত্যাগ শুভেন্দু ঘনিষ্ঠ নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের দূরত্ব অনেক দিন আগে থেকেই বৃদ্ধি পেতে শুরু করেছে। ইতিমধ্যেই মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর তিনি দল ত্যাগ করবেন বলে জল্পনা তৈরি হয়েছে। তবে শুভেন্দু অধিকারী যে সমস্ত অনুগামীরা তার হয়ে কথা বলতে শুরু করেছিলেন, ইতিমধ্যেই বেশ কয়েকজনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর এবার শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনার মধ্যেই পদত্যাগ করলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক ধীরেন্দ্রনাথ পাত্র।

জানা গেছে, মঙ্গলবার দলের শীর্ষ নেতৃত্বকে এই ব্যাপারে নিজের ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। বস্তুত, কিছুদিন আগেই দল বিরোধী মন্তব্য করবার জন্য শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সম্পাদক কনিষ্ক পন্ডাকে তৃণমূল নেতৃত্ব বহিষ্কার করেছিল। কিন্তু এবার ধীরেন্দ্রনাথবাবু নিজে থেকেই পদত্যাগপত্র দলকে পাঠিয়ে দেওয়া হয় ব্যাপকভাবে জল্পনা তৈরি হতে শুরু করেছে। তাহলে কি শুভেন্দুবাবুর অনুগামীরা এখন ধীরে ধীরে তৃণমূলের সঙ্গে সম্পর্ক শেষ করে দিতে চলেছেন! এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

সূত্রের খবর, মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন এই তৃনমূল নেতা। আর সেখানেই শুভেন্দু অধিকারীর ওপর বঞ্চনার কথা তুলে ধরেন তিনি। ধীরেন্দ্রনাথ পাত্র বলেন, “শুভেন্দু অধিকারীর উপর 2011 সাল থেকেই বঞ্চনা চলছে। দায়িত্ব যথাযথভাবে পালন করা সত্ত্বেও তাকে মর্যাদা দেওয়া হয়নি। তৃণমূল দল নিজের প্রয়োজনে তাকে ইচ্ছামত ব্যবহার করেছে। শুভেন্দুবাবুর ডাকে আমি তৃণমূলে যোগ দিয়েছি। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু দায়িত্ব পালন করতে পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে।” কিন্তু তাহলে কি তিনি বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন! তৃণমূল ত্যাগ করার পর তিনি কোন পথে যাবেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে সেই ধীরেন্দ্রনাথবাবু বলেন, “আমি শুভেন্দুবাবুর সঙ্গে আছি, থাকব। আপনারাও বুঝতে পারছেন, উনি কি করতে চাইছেন! উনি যা করবেন, আমি সেই পথেই যাব।” স্বাভাবিকভাবেই এই মন্তব্যে এবার নতুন করে জল্পনা ছড়িয়ে পড়েছে গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। একাংশের মতে, শুভেন্দু অধিকারীর তৃণমূলে সক্রিয় হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সেদিক থেকে তার বিজেপি যোগের জল্পনা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে। আর এই অবস্থায় তার অনুগামী জেলার এক হেভিওয়েট তৃণমূল নেতার পদ থেকে ইস্তফা এবং দমবন্ধ হয়ে আসার কথা শোনানোয় অস্বস্তিতে পড়ল তৃণমূল শীর্ষ নেতৃত্ব বলেই দাবি বিশেষজ্ঞদের।

অনেকেই বলতে শুরু করেছেন, তৃণমূলের পক্ষ থেকে অনেকেই দাবি করেছেন, তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষ কথা। তাই যে নেতাই দলবদল করুক না কেন, তাতে কোনো এফেক্ট হবে না। কিন্তু তৃণমূল এই ব্যাপারটিতে গুরুত্ব দিতে না চাইলেও, পরিস্থিতি যে ক্রমশ ঘোরানো হয়ে উঠতে শুরু করেছে তা আঁচ করতে পারছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।শুভেন্দু অধিকারী দল ছাড়ার আগেই যেভাবে কাজ করা যাচ্ছে না বলে মন্তব্য করে পদ থেকে পদত্যাগ করলেন এক তৃণমূল নেতা, তাতে অসন্তোষ ক্রমশ বাড়তে শুরু করেছে শাসকদলের অন্দরমহলে। সব মিলিয়ে এবার পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূলের এক নেতার পদ থেকে পদত্যাগ জল্পনা ক্রমশ বাড়িয়ে দিল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!