এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দিনবদল! শনিতে নয়, জুম্মাবারেই প্রার্থী-এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মমতা!

দিনবদল! শনিতে নয়, জুম্মাবারেই প্রার্থী-এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মমতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দল প্রতিষ্ঠিত হওয়ার পর বহু নির্বাচনের সম্মুখীন হয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু 2011 সালের মত গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগেও এমন কোনো বৈঠক করতে দেখা যায়নি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এবার পরিস্থিতি হয়ত বা অনেকটাই অন্যরকম। তাই খবর ছিল, নির্বাচনের ফলাফল ঘোষণার আগের দিন অর্থাৎ মে মাসের 1 তারিখ শনিবার সমস্ত বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী এবং নির্বাচনী এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

স্বাভাবিক ভাবেই এই বৈঠকের দিকে তাকিয়েছিলেন সকলেই। কিন্তু অষ্টম দফার নির্বাচনের বেলা বাড়তে না বাড়তেই অন্য খবর পাওয়া গেল। জানা গেছে, শনিবার নয়, বরঞ্চ 30 এপ্রিল শুক্রবার এই বৈঠক করতে চলেছেন তৃণমূল নেত্রী। স্বাভাবিকভাবেই বৈঠকের দিন বদলকে কেন্দ্র করে এখন জল্পনা আরও বাড়তে শুরু করেছে। প্রথমত, এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের এইরকম বৈঠক। আর তার মাঝে প্রথমে শনিবার বৈঠকের ডাক দিয়েও কেন তা এগিয়ে আনা হল, এখন তা নিয়ে নানা মহলে কৌতূহল তৈরি হয়েছে।

জানা গেছে, আগামী শনিবার এই বৈঠক অনুষ্ঠিত হহওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই বৈঠক শুক্রবার বেলা তিনটার সময় অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই দলের সমস্ত প্রার্থীদের কাছে সেই বার্তা পৌঁছে গিয়েছে। যেখানে তৃণমূলের 289 জন প্রার্থী এবং তাঁদের এজেন্টদের সঙ্গে গণনা প্রসঙ্গে আলোচনা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মূলত এবারের নির্বাচনে 291 জন তৃণমূল প্রার্থী লড়াই করছেন। কিন্তু জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন চিকিৎসাধীন। অন্যদিকে খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহা ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তাই এই দুইজন বাদে বাকি 289 জন প্রার্থীর ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকার কথা। তবে শনিবার বৈঠকের ডাক দেওয়ার পরেও কেন তা আবার একদিন এগিয়ে আনা হল, এখন সেটাই বড় প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

অনেকে বলছেন, বর্তমানে রোজা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শুক্রবার অত্যন্ত লাকিবার হিসেবে পরিচিত। দলের প্রার্থী তালিকা প্রকাশ থেকে শুরু করে দলের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অতীতে এই শুক্রবার দিনেই বেছে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গণনা পর্বের আগে গুরুত্বপূর্ণ বৈঠক করতে শুভ দিন হিসেবে শুক্রবারকেই বেছে নিয়েছেন তিনি।

তাই শনিবার বৈঠকের দিন প্রথমে ঘোষণা করা হলেও, পরবর্তীতে তা শুক্রবার বলে জানিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে অষ্টম দফার নির্বাচন শেষ হওয়ার পরের দিনেই এবার গণনা নিয়ে দলীয় প্রার্থী এবং এজেন্টের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বৈঠক থেকে কি উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!