এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলত্যাগ নিয়ে অভিষেক দীনেশ ত্রিবেদীর তুমুল লড়াই, জমে ক্ষীর রাজ্য রাজনীতি!

দলত্যাগ নিয়ে অভিষেক দীনেশ ত্রিবেদীর তুমুল লড়াই, জমে ক্ষীর রাজ্য রাজনীতি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল শুক্রবার অকস্মাত্ রাজ্যসভার সাংসদ পদ ও তৃণমূল দলের সদস্য পদ ছেড়ে দিয়েছেন দীনেশ ত্রিবেদী। জানিয়েছেন যে, তৃণমূলে তাঁর দমবন্ধ হয়ে আসছে। তাঁর এই পদক্ষেপে হতবাক রাজনীতি মহল। দল ছাড়ার পরে তাঁকে বারবার কটাক্ষ করতে শুরু করেছেন দলের শীর্ষ নেতৃত্ব। আজ এ বিষয়ে তাঁকে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার, অভিষেকের এই মন্তব্যর পাল্টা উত্তর করলেন দীনেশ ত্রিবেদী।

দীনেশ ত্রিবেদীর অকস্মাৎ দল ত্যাগ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, অনেকে এখন বড় বড় ভাষণ দিচ্ছেন। অনেকেই বলছেন যে, দমবন্ধ হয়ে আসছে। তাই বোধহয় বিজেপির আইসিইউতে ভর্তি হচ্ছেন তাঁরা। এর পরই তিনি জানিয়েছেন যে, আগামী দিনে দমবন্ধ করবেন মানুষ। বাংলার মানুষের আবেগ ও ভালোবাসা নিয়ে যারা খেলা করছেন, মানুষের ভালোবাসা যারা দিল্লির কাছে বিক্রি করে দিচ্ছেন, মানুষ তাঁদের যোগ্য জবাব দেবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দলত্যাগ বিষয়ে দীনেশ ত্রিবেদীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন কটাক্ষের পর গণমাধ্যমে তার জবাব দিলেন দীনেশ ত্রিবেদী। গণমাধ্যমের সামনে তিনি জানান যে, তৃণমূল দলটির জন্মলগ্ন থেকে একটা আদর্শ ছিল। যখন তাঁরা এই দলটি তৈরি করেছিলেন, তখন বাচ্চা ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন ভালোবাসা, শুভেচ্ছা কখনোই বিক্রি করা যায় না।

দীনেশ ত্রিবেদীর বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি বলেছেন যে, গণতান্ত্রিক দেশে যে কেউ, যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন। কে কোথায় যাবেন? কোথায় থাকবেন? এগুলো তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। আজ যারা তৃণমূল দলে রয়েছেন, তাঁরা কি কখনো দলবদল করেননি? প্রশ্ন করেছেন তিনি। তিনি প্রশ্ন করেছেন, তৃণমূল নেত্রী কি কখনো দলবদল করেননি? তিনি কি কখনো ইউপিএ এবং কখনো বিজেপির সঙ্গে ছিলেন না? তিনি জানালেন যে, গণতন্ত্রে যে কেউ যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে থাকতে পারেন, এ বিষয়ে কারও আপত্তি থাকার কথা নয়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!