এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > দলবদলের জল্পনা মাথাচাড়া দিতেই তাকে সমূলে বিনষ্ট করলেন রাজ্যের হেভিওয়েট বিজেপি সাংসদ

দলবদলের জল্পনা মাথাচাড়া দিতেই তাকে সমূলে বিনষ্ট করলেন রাজ্যের হেভিওয়েট বিজেপি সাংসদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকেই রাজ্য রাজনীতিতে ক্রমাগত গুঞ্জন বেড়ে চলেছে গেরুয়া শিবিরের ভাঙন নিয়ে। ইতিমধ্যে বিজেপির নীচুতলার কর্মী-সমর্থকরাও গেরুয়া শিবিরের সংগঠন ভেঙে অনেকেই চলে এসেছেন তৃণমূলে, যা কার্যত চাপের মুখে ফেলেছে বিজেপিকে। অন্যদিকে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে মুকুল রায়ের তৃণমূলে আগমন রাজ্য রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মুকুল রায়ের তৃণমূল আসার পর থেকেই শোনা যাচ্ছে, গেরুয়া শিবিরের বেশকিছু সাংসদ ও বিধায়কের নাম যারা তৃণমূলে আসতে চলেছেন। আর সেক্ষেত্রে নাম উঠে এসেছিল ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রমের।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে ঝাড়গ্রামে বিজেপি জেতার পর কুনার হেমব্রম সেখানকার সাংসদ হন। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রামে বিজেপি মুখ থুবড়ে পড়ে। চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রতিটিতেই জয় হয়েছে তৃণমূলের। তারপরেই বিজেপি সাংসদ কুনার হেমব্রমের দল ছাড়ার জল্পনা তুঙ্গে ওঠে। আর এবার সমস্ত জল্পনা নিরসন করতে ফেসবুক লাইভ থেকে ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, তিনি কোনোভাবেই বিজেপি ছাড়ছেন না। তাঁকে নিয়ে যা কিছু শোনা যাচ্ছে, পুরোটাই অপপ্রচার। ইচ্ছাকৃতভাবে সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন কয়েকজন ব্যক্তি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি এদিন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে ব্যাপক আক্রমণ করেছেন। তিনি জানিয়েছেন, একুশের বিধানসভা নির্বাচনের আগে কলকাতা থেকে এসে জঙ্গলমহলের মানুষকে তৃণমূল নেত্রী ভুল বুঝিয়েছেন। একইসাথে জঙ্গলমহলের কিছু আদিবাসী নেতাকে প্রলোভন দেখিয়ে তৃণমূলের ভোট জোগাড় করেছে। প্রসঙ্গত, ঝাড়গ্রাম জেলার জামবনিতে মৃত বিজেপি কর্মী কিশোর মাণ্ডির পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন কেন্দ্রীয় তপশিলি কমিশনের সদস্যরা। আর সেখানেই দেখা গিয়েছে ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রমকে। রাজনৈতিক হত্যা নিয়ে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে দাবি করা হচ্ছে কিশোরী মাণ্ডির খুনের তদন্তের।

কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছেনা। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, যেভাবে তৃণমূলে আসার জন্য গেরুয়া শিবিরের অনেক সাংসদ, বিধায়ক দলেই বেসুরো হয়েছেন, সেই সূত্রে মনে করা হচ্ছে, রাজ্যের বিজেপি সাংসদ কুনার হেমব্রমও তৃণমূলে চলে আসবেন। তবে আপাতত কুনার হেমব্রম এই দাবি খারিজ করে দিলেও রাজনীতিতে কোন কিছু হওয়াই অসম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর সাম্প্রতিক হয়ে যাওয়া ঘটনা সেদিকেই ইঙ্গিত করছে। সেক্ষেত্রে আগামী দিনে রাজ্য রাজনীতিতে নতুন কে দলবদল করতে চলেছেন, তা নিয়েই জল্পনা সর্বত্র।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!