এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দ্রুত বিএসএফের হাতে যাবে বাংলা? শুভেন্দুর মন্তব্যে ব্যাপক চাপে তৃণমূল!

দ্রুত বিএসএফের হাতে যাবে বাংলা? শুভেন্দুর মন্তব্যে ব্যাপক চাপে তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিএসএফের এক্তিয়ারের মধ্যে ছিল যে 15 কিলোমিটার, তা থেকে বাড়িয়ে 50 কিলোমিটার করা হল। আর তারপরেই এর চরম বিরোধিতা করতে শুরু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্য বিধানসভায় এর বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করেছে সরকার পক্ষ। তবে এবার এই গোটা বিষয়ে মন্তব্য করে দ্রুত বিএসএফের হাতে চলে যাবে বাংলা বলে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাহলে কি রাজ্যের কাজে হস্তক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার বলে এতদিন যে অভিযোগ করতে তৃণমূল কংগ্রেস, তা বাস্তব হতে চলেছে? ধীরে ধীরে কি গোটা রাজ্যের ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নেবে সীমান্তরক্ষী বাহিনী! শুভেন্দু অধিকারীর মন্তব্যের পর এই প্রশ্ন প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে একাংশের মধ্যে।

সূত্রের খবর, মঙ্গলবার অধিবেশন শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা। আর সেখানেই শুভেন্দু অধিকারী বলেন, “সমাজ বিরোধীদের মন্তব্য করা হয়েছে বিধানসভায়। আমি দাবি তুলছে, বিএসএফের এক্তিয়ার 50 কিলোমিটার কেন, 80 কিলোমিটার পর্যন্ত করা উচিত। রাজ্যে আইন-শৃঙ্খলা ঠিক নেই‌। রোহিঙ্গাদের ঠেকাতে হবে। 18 তারিখ বিএসএফ অফিসে যাবো, মিষ্টি খাওয়াবো। বাংলাকে দ্রুত বিএসএফ কন্ট্রোলে নিয়ে নেবে বলে তৃণমূল যে দাবি করছে, তা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। সব পাচারকারীদের বিএসএফ ধরবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ শুভেন্দু অধিকারী নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন যে, তৃণমূল কংগ্রেস বিএসএফের ক্ষমতা বৃদ্ধি নিয়ে নানা অপপ্রচার করে করছে। তারা বলার চেষ্টা করছে যে, বাংলার টোটাল কন্ট্রোল চলে যাবে বিএসএফের হাতে। কিন্তু এটা সম্পূর্ণ রূপে ভিত্তিহীন। সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে এবং পাচারকারীদের ধরতেই বিএসএফ সবরকম পদক্ষেপ গ্রহণ করবে বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!