এখন পড়ছেন
হোম > জাতীয় > এবারে এই কাজ সারতেই হবে ব্যাংকগুলিকে নির্দেশ অর্থমন্ত্রীর, জেনে নিন আপনিও, নইলে পড়বেন বিপদে

এবারে এই কাজ সারতেই হবে ব্যাংকগুলিকে নির্দেশ অর্থমন্ত্রীর, জেনে নিন আপনিও, নইলে পড়বেন বিপদে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন আগেই প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আঁধার এবং প্যান কার্ড সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে। অনেকেই ইতিমধ্যে তাঁদের অ্যাকাউন্টের সঙ্গে ব্যাংক এবং প্যান সংযুক্তি করিয়ে নিয়েছেন। কিন্তু এখনো বহু গ্রাহকই এই সংযুক্তিকরণ করাননি। ভবিষ্যতে কিন্তু এর ফলে বড় বিপদে পড়তে হতে পারে গ্রাহকদের বলে মনে করা হচ্ছে। তাই এবার প্রতিটি ব্যাংককে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নির্দেশ দিলেন, যত শীঘ্র সম্ভব এই সংযুক্তিকরণ এর কাজ সম্পন্ন করতেই হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড এবং প্যান কার্ডের সংযুক্তির সময়সীমা কিন্তু এর আগেও বারবার দেওয়া হয়েছিল। কিন্তু প্রত্যেকবারই পিছিয়ে দেওয়া হয়েছে এই সময়সীমা সম্পূর্ণ কাজ না হওয়ায়।

কিন্তু এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পক্ষ থেকে কড়া নির্দেশ জারি হয়েছে- প্রতিটি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আঁধার ও প্যান কার্ডের সংযুক্তিকরণ করতেই হবে নির্ধারিত সময়সীমার মধ্যেই। জানা গিয়েছে, এই সংযুক্তিকরণের কাজ আগামী 31 শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে জোর দেওয়া হচ্ছে।যদি কোন কারণে 31 ডিসেম্বরের মধ্যে না করা যায়, তাহলে অবশ্যই আগামী বছর 31 শে মার্চের মধ্যে এই সংযুক্তিকরণের কাজ পুরোপুরি শেষ করতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী ব্যাংক গ্রাহকদের প্রথম বিকল্প হিসেবে রূপে কার্ড ইস্যু করতে জোর দিয়েছেন। কারণ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী চাইছেন বেশি করে ডিজিটাল লেনদেন যাতে চালু হয় দেশজুড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সে কারণেই তিনি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার প্রচারে এবং রূপে কার্ড এর জনপ্রিয়তা যাতে বেড়ে ওঠে সে দিকে জোর দিচ্ছেন। মঙ্গলবার ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের 73 তম বার্ষিক সাধারণ সভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিবৃতি দেন এবং সেখানেই তিনি দেশের সমস্ত ব্যাংকগুলিকে 31 ডিসেম্বরের মধ্যে প্রতিটি অ্যাকাউন্টের সঙ্গে আঁধার এবং প্যান কার্ডের সংযুক্তিকরণের কাজ শেষ করার কথা বলেছেন। পাশাপাশি নির্মলা সিতারামন জানিয়েছেন, ডিজিটাল লেনদেন ছাড়া কোনরকম আর্থিক লেনদেনে নিরুৎসাহিত করতে হবে গ্রাহককে। আর তার জন্য প্রয়োজন গ্রাহকদের প্রযুক্তিগত শিক্ষা দেওয়া।

সেক্ষেত্রে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, রূপে কার্ড বর্তমানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ফলে অ্যাকাউন্ট খোলার সময় গ্রাহকদের তা দিতে হবে। অন্যদিকে আত্মনির্ভর ভারত কর্মসূচির ধাপ হিসেবে প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে এনপিসিআইকে দেশীয় ব্র্যান্ড হিসেবে প্রচার করার কথা তিনি বলেছেন। তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্পষ্ট জানিয়েছেন এবার থেকে ব্যাংক ব্যবস্থায় কোন রকম আনভেরীফায়েড অ্যাকাউন্ট থাকা চলবে না। যদি কোন আনভেরীফায়েড একাউন্ট পাওয়া যায় তাহলে তা অবশ্যই বাজেয়াপ্ত হবে। সুতরাং গ্রাহকদের কাছে আবেদন রাখা হচ্ছে, তারা যত শীঘ্র সম্ভব ব্যাংকে গিয়ে তাঁদের অ্যাকাউন্টটি সংযুক্তিকরণ এর মাধ্যমে সুরক্ষিত করুন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!