এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার এখানেও শুভেন্দু অধিকারীর পোস্টার, ক্রমশ গোটা রাজ্য দখলের পথে শুভেন্দু? জল্পনা তুঙ্গে !

এবার এখানেও শুভেন্দু অধিকারীর পোস্টার, ক্রমশ গোটা রাজ্য দখলের পথে শুভেন্দু? জল্পনা তুঙ্গে !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে এতদিন বহু পোস্টার পড়তে দেখা গেছে। যা নিয়ে ব্যাপক চর্চা হয়েছে রাজনৈতিক মহলে। কিন্তু কলকাতা বা তার আশপাশের এলাকাগুলোতে সেভাবে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে “দাদার অনুগামী” পোস্টার এতদিন পড়তে দেখা যায়নি।

কিন্তু এবার রাজ্যের প্রাণকেন্দ্র হাওড়াতে বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া পোস্টার লক্ষ্য করা গেল। যাকে নিয়ে গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করেছে। সূত্রের খবর, এদিন “দাদার অনুগামীর” তরফে হাওড়া জগতবল্লভপুর, মুন্সিরহাট বাজার, স্টেশন সংলগ্ন এলাকা সহ মাকড়দহ এলাকাতে বেশ কিছু পোস্টার পড়তে দেখা যায়। যেখানে কোনো পোস্টারে শুভেন্দু অধিকারীকে “মুক্তি সূর্য” আবার কোন পোস্টারে “নবদিশারী” হিসেবে দেখানো হয়েছে। আর এই ঘটনাতেই হাওড়া জেলা তৃণমূলের অন্দরে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে।

এতদিন রাজ্যের বিভিন্ন জেলায় শুভেন্দু অধিকারীকে নিয়ে পোস্টার পড়তে দেখা গেছে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কোনো চিহ্ন পর্যন্ত ছিল না। কিন্তু সেই পোস্টার এবার হাওড়াতেও পড়ে যাওয়ায় শুভেন্দু অধিকারীকে নিয়ে তৃণমূলের অস্বস্তি যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, সেই ব্যাপারটি নিশ্চিত বিশেষজ্ঞদের কাছে। প্রায় বেশ কয়েক মাস ধরেই দলের সঙ্গে দূরত্ব বজায় রাখতে দেখা গেছে রাজ্যের পরিবহনমন্ত্রীকে।

মূলত কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব না পাওয়ার কারণেই তার সঙ্গে তৃণমূলের এই দূরত্ব তৈরি হয়েছে বলে দাবি করছে একাংশ। যার ফলে শুভেন্দু অধিকারীর দলবদল বা নতুন দল খোলার জল্পনা তৈরি হয়েছিল। আর এমত পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জেলায় সেই শুভেন্দু অধিকারীকে মুখ করে “দাদার অনুগামীদের” নানা পোস্টার পড়তে দেখা যাচ্ছিল। আর এবার হাওড়াতেও এই পোস্টার পড়ে যাওয়ায় তৃণমূল নেতৃত্বের ঘুম উড়তে শুরু করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই হাওড়া জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে খোঁজ খবর করা শুরু হয়েছে, ঠিক কে বা কারা এই ফ্লেক্সগুলো লাগিয়েছে। তবে এই ঘটনাকে অবশ্য বিজেপির চক্রান্ত বলেই দাবি করছে তৃণমূল কংগ্রেস।

এদিন এই প্রসঙ্গে জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তৃণমূলের শেখ মহম্মদ ইব্রাহিম বলেন, “আমাদের কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে এটা বিজেপির চক্রান্ত। আমরা সবাই তৃণমূলের অনুগামী।” বিশ্লেষকরা বলছেন, শুভেন্দু অধিকারী যদি দলত্যাগ করার মত সিদ্ধান্ত নেন, তাহলে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে চাপে পড়বে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূল কংগ্রেসে যদি জনপ্রিয় কোনো নেতা থাকেন, তাহলে তার নাম শুভেন্দু অধিকারী।

তাই এই পরিস্থিতিতে শুভেন্দুবাবুকে নিয়ে যখন জল্পনা তীব্র হচ্ছে, তখন হাওড়ার মত জেলাতেও তার পোস্টার পড়ে যাওয়ায় নিঃসন্দেহে অস্বস্তিতে পড়ল তৃণমূল নেতৃত্ব। স্বাভাবিকভাবেই এখন এই পোস্টার পড়ার পেছনে কাদের হাত রয়েছে, তা অবশ্যই লক্ষণীয় বিষয়। তবে গোটা ঘটনায় হাওড়া জেলা তৃণমূলের অন্দরে যে এই বিষয়টা মূল চর্চার অঙ্গ হয়ে দাঁড়িয়েছে, তা বলাই যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!