এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি >  “এই রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রীদের নিরাপত্তা নেই” পঞ্চায়েতে সাধারণ ভোটারদের নিয়ে উস্মা প্রকাশ শুভেন্দুর!

 “এই রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রীদের নিরাপত্তা নেই” পঞ্চায়েতে সাধারণ ভোটারদের নিয়ে উস্মা প্রকাশ শুভেন্দুর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষ কতটা সুস্থ ভাবে ভোটাধিকার প্রয়োগে অংশগ্রহণ করতে পারবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে বিরোধীদের। আর সেই প্রশ্ন তুলে ধরেই কেন্দ্রীয় বাহিনীর দাবি সহ একাধিক দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে ভারতীয় জনতা পার্টি। এদিন সেই মামলার শুনানির শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠাকুরনগরের ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, যেখানে ঠাকুরনগরের কেন্দ্রীয় মন্ত্রীকে মারা হয়েছে, সেখানে রাজ্যের সাধারণ ভোটারদের নিরাপত্তা প্রশ্নের মুখে।

প্রসঙ্গত, এদিন পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলা নিয়ে কলকাতা হাইকোর্টের শুনানি হয়। আর তারপরেই বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের কাছে ঠাকুরনগরের ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বলেন, “রাজ্যে বিধায়কদের নিরাপত্তা রক্ষীদের সামনে তাদেরকে মারছে। ঠাকুরনগরে মন্দির দখল করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে মেরেছে। যেখানে রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রী, বিধায়কদের নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষদের পঞ্চায়েত নির্বাচনে কি হবে, তা তো বোঝাই যাচ্ছে।”

বিশেষজ্ঞদের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আরও একবার উস্মা প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। বুঝিয়ে দিলেন, বিরোধী দলের জনপ্রতিনিধি থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীদের নিরাপত্তা রাজ্যে প্রশ্নের মুখে। সেক্ষেত্রে সাধারণ ভোটাররা তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে গেলে এবং তা যদি তৃণমূলের বিরুদ্ধে যায়, তাহলে যে তাদেরকেও রেয়াত করবে না দুষ্কৃতীরা, তা আশঙ্কার সহিত তুলে ধরার চেষ্টা করলেন বিরোধী দলনেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!