এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > একুশের দিকে নজর রেখে সাংগঠনিক ক্ষেত্রে বড়সড় পরিবর্তনের পড়তে তৃণমূল, তবুও চিন্তা বাড়াচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব!

একুশের দিকে নজর রেখে সাংগঠনিক ক্ষেত্রে বড়সড় পরিবর্তনের পড়তে তৃণমূল, তবুও চিন্তা বাড়াচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের দিকে নজর রেখে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করেছে বাংলার রাজনৈতিক দলগুলি। প্রতিটি রাজনৈতিক দলই ইতিমধ্যেই নিজেদের সংগঠনের ভিত মজবুত করতে উঠে পড়ে লেগেছে। আগামী বিধানসভা নির্বাচনী লড়াইয়ে অবশ্য এগিয়ে রয়েছে রাজ্যের প্রধান দুই রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপি। সম্প্রতি একুশের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই তৃণমূল শুরু করেছে তাঁদের সাংগঠনিক পরিবর্তন। ইতিমধ্যেই রাজ্য এবং জেলা জুড়ে ব্যাপক পরিবর্তন ঘটে গেছে তৃণমূলের।

এবার পরিবর্তন আসতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদে। ছাত্র সংগঠনকে আরও মজবুত করে তুলতে এবার বুথ ভিত্তিক সংগঠন তৈরি করতে চলেছে শাসক দল। ইতিমধ্যেই হুগলি জেলায় এই কাজ শুরু হয়ে গেছে। ভবিষ্যতে তৃণমূল সংগঠনকে মজবুত করে তুলতে শুরু থেকেই সাংগঠনিক ভিত শক্ত করতে হবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে নিচুতলার সংগঠনকে আরো শক্ত পোক্ত করার দিকেই নজর দিয়েছে এবার শাসক দল তৃণমূল। পাশাপাশি ছাত্র পরিষদকে সক্রিয় রাখতে এবার সংগঠন গোছানোর কাজে উদ্যোগী হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তৃণমূলের হুগলি জেলা সভাপতি গোপাল রায় জানিয়েছেন, বর্তমানে সংগঠন গড়ে তুলতে বেশি সংখ্যক শিক্ষার্থীকে তৃণমূল ছাত্র পরিষদে নিয়ে আসতে হবে। সে ক্ষেত্রে সাংগঠনিক দিক মজবুত হবে বলে মনে করা হচ্ছে। আপাতত জেলার প্রত্যেকটি জায়গায় বুথ ভিত্তিক সংগঠন করা হবে বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যে হরিপালে বুথ ভিত্তিক সংগঠন তৈরি হয়েছে। হরিপাল জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর তথা সেখানকার বিধায়ক বেচারাম মান্না জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের যে নজির বাংলা দেখেছে তা আরো বৃহৎ আকারে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য ছাত্রদের দায়িত্ব নিতে হবে। ব্লক স্তরে সংগঠনের সদস্য থাকতে হবে। তবেই সংগঠনের ভিত মজবুত হবে বলে মনে করা হচ্ছে।

সেক্ষেত্রে এবার ঠিক হয়েছে প্রতিটি বুথে অন্তত পাঁচজন করে সক্রিয় কর্মী থাকবে। তাঁদের মধ্যে অবশ্যই একজন ছাত্রী হবেন। আপাতত হরিপালের 248 টি বুথে ইতিমধ্যেই কমিটি তৈরি হয়েছে বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে তৃণমূল শিবির সংগঠনের কোনো দিকেই ফাঁক রাখতে চাইছে না। সংগঠনের ভিত মজবুত করতে তাঁরা সব রকম ব্যবস্থা গ্রহণ করছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, সাংগঠনিক দিকে তৃণমূল যে কিছুটা পিছিয়ে গেরুয়া শিবিরের কাছে, সেকথা অনস্বীকার্য তৃণমূল নেতৃত্বের কাছে। সেদিকে এবার টক্কর দিতেই তৃণমূলের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে দেখার, তৃণমূলের এই চিন্তা ভাবনা কতটা কাজে লাগে আগামী বিধানসভা নির্বাচনে!

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!