এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > একুশের মহাযুদ্ধে বিজেপিকে থামাতে এবার কি হতে চলেছে মহাজোট? বিরোধীদের নতুন পদক্ষেপে জল্পনা!

একুশের মহাযুদ্ধে বিজেপিকে থামাতে এবার কি হতে চলেছে মহাজোট? বিরোধীদের নতুন পদক্ষেপে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেন্দ্রের ক্ষমতা দখল করার পর থেকেই বিভিন্ন রাজ্যের ক্ষমতা দখল করতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি‌। সেদিক থেকে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। কিন্তু গত লোকসভা নির্বাচনে তারা ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে চাপে ফেলার চেষ্টা করলেও, শেষ পর্যন্ত সফল হয়নি। তবে এবার আসামে বিজেপি যাতে ক্ষমতা দখল করতে না পারে, তার জন্য সচেষ্ট হল বিরোধী রাজনৈতিক দলগুলো।

জানা গেছে, সিপিএম সহ পাঁচটি রাজনৈতিক দলকে নিয়ে এবার আসামে মহাজোট গঠন করল কংগ্রেস। আর বিরোধীদের এই ধরনের উদ্যোগ যে বিজেপিকে চাপে ফেলার একটা কৌশল, তা বলার অপেক্ষা রাখে না।সূত্রের খবর, এদিন গুয়াহাটিতে একটি সাংবাদিক বৈঠক করা হয়। আর সেখানেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি রিপুন বোরা।

এই কংগ্রেস নেতা বলেন, “এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়েছিল। তারপর ঠিক করা হয়েছে যে, আসন্ন আসাম বিধানসভা নির্বাচনে বিজেপিকে আটকাতে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট, সিপিআই, এবং সিপিআই(এম), সিপিআই (এমএল) এবং আঞ্চলিক গণমঞ্চের সঙ্গে জোট গঠন করবে কংগ্রেস।” একাংশ বলছেন, ইতিমধ্যেই নানা সমীক্ষায় প্রকাশিত হয়েছে যে, বিজেপি আবার আসামে ক্ষমতা দখল করতে চলেছে। কিন্তু এই সমীক্ষা যাতে বাস্তব না হয়, তার জন্য কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী দলগুলোকে নিয়ে এই ধরনের জোট গঠন করা হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গত 2016 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি 60 টি আসনে জয়লাভ করেছিল। অন্যদিকে অসম গণপরিষদ 14 টি এবং 26 টি আসনে জয়লাভ করেছিল কংগ্রেস‌। আর এবার এই আসাম বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তার শরিক দলগুলো 73 থেকে 81 টি আসন পেতে পারে বলে একটি সমীক্ষায় আভাস দেওয়া হয়েছে। আর তারপরেই চাপে পড়ে গিয়েছে বিরোধীরা। আর এই পরিস্থিতিতে বিজেপিকে কাবু করতে বিরোধীদের পক্ষ থেকে এই জোট গঠনের উদ্যোগ নেওয়া হল বলে দাবি করছেন একাংশ।

এদিন এই প্রসঙ্গে কংগ্রেসের রিপুন বোরা বলেন, “বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের জন্য আমাদের দরজা খোলা রয়েছে। তাই রাজ্যের শাসক দলকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমাদের লড়াইয়ে আঞ্চলিক দলগুলোকে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। দেশের ভালোর জন্য সমস্ত সাম্প্রদায়িক শক্তিকে আমরা পরাজিত করতে চাইছি।” তবে যে যাই বলুন না কেন, জোট গঠন করে বিজেপিকে আদৌ রুখতে পারবে কিনা বিরোধীরা, এখন সেটাই প্রধান প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে কি হবে আসামের নির্বাচনে, কারা ক্ষমতা দখল করবে! তা ভোটবাক্স খোলার পরই স্পষ্ট হয়ে যাবে বলে মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!