এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ফের বোম-বারুদের স্তুপে বাংলা! পুজোর আগে দফারফা মমতার? ঘুম উড়িয়ে সোচ্চার শুভেন্দু!

ফের বোম-বারুদের স্তুপে বাংলা! পুজোর আগে দফারফা মমতার? ঘুম উড়িয়ে সোচ্চার শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গোটা রাজ্যে মাঝেমধ্যেই উদ্ধার হতে দেখা যাচ্ছে বোমা বারুদ এবং আগ্নেয়াস্ত্র। পুজোর আগে বীরভূম থেকে আবার এই চিত্র দেখতে পাওয়ায় রীতিমত আতঙ্কিত সাধারণ মানুষ। সকলের মনে একটাই প্রশ্ন, কোথা থেকে আসছে এত আগ্নেয়াস্ত্র এবং বোমা? কি উদ্দেশ্যেই বা তা মজুত করা হয়েছিল? বিরোধীদের দাবি, অনেক সময় পঞ্চায়েত ভোটে বিরোধীদের প্রতি হামলা করা বা এলাকায় সন্ত্রাস করার জন্যই তৃণমূল এই সমস্ত অসৎ পথ অবলম্বন করে। তাই সেই সময় মজুত রাখা বোমা এবং আগ্নেয়াস্ত্র হয়ত এখন বেরিয়ে আসছে। কিন্তু পুলিশের সঠিক নজর না থাকার কারণেই রাজ্য এখন বোমা এবং বারুদের স্তুপের মধ্যে পড়ে গিয়েছে বলেই দাবি বিরোধীদের। আর এর মাঝেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই বোমা উদ্ধার হওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। কটাক্ষ করে তিনি বললেন, রাজ্যে বুড়িমার বোমা বন্ধ হয়েছে। কিন্তু পিসিমার বোমা বন্ধ হয়নি।

প্রসঙ্গত, এদিন নন্দীগ্রামে একটি এলাকা পরিদর্শন করতে যান রাজ্যের বিরোধী দলনেতা এবং স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী। আর সেখানেই বীরভূমে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র এবং বোমা নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের জবাবে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেন শুভেন্দুবাবু। তিনি বলেন, “রাজ্যে বুড়িমার বোমা বন্ধ হয়েছে। কিন্তু পিসিমার বোমা এখনও চলছে। যেদিন নন্দীগ্রামের দেখানো পথে গোটা রাজ্য হাঁটবে, সেদিন পিসিমার বোমা বন্ধ হবে। নন্দীগ্রামে বিজেপির জয় হয়েছে। গোটা রাজ্যের মানুষ যেদিন নন্দীগ্রামকে দেখে আওয়াজ তুলবে এই সরকারের বিরুদ্ধে, সেদিন এই পিসিমার বোমা বন্ধ হয়ে যাবে।”

সমালোচকদের দাবি, শুভেন্দু অধিকারীর এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্যের বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়ে বুঝিয়ে দিয়েছেন যে, নন্দীগ্রাম তৃণমূলের কথামতো চলে না। শাসকের স্বেচ্ছাচারী অত্যাচারের বিরুদ্ধে বারবার আওয়াজ তুলে দেখিয়ে দিয়েছে এই নন্দীগ্রাম। 2021 এর বিধানসভা নির্বাচনেও তাই তৃণমূলের বিরুদ্ধে রায় দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে, শাসকের অত্যাচার হলে প্রতিবাদ শুরু হয় এই নন্দীগ্রাম থেকেই। তাই রাজ্যের অন্যান্য প্রান্তে অত্যাচার যখন হচ্ছে, যখন বোমা উদ্ধার হচ্ছে, তখন নন্দীগ্রামে কিন্তু তা দেখা যাচ্ছে না। কারণ এখানে অতন্দ্র প্রহরীর মত গোটা এলাকাকে আগলে রেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা এবং স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী। এদিন নিজের বক্তব্যের মধ্যে দিয়ে সেই কথাই গোটা রাজ্যের মানুষের কাছে বার্তা স্বরূপ পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন তিনি।

পর্যবেক্ষকদের মতে, নন্দীগ্রামের পথে আজ না হোক কাল, রাজ্যের সাধারণ মানুষকে হাটতেই হবে। কারণ এই সরকারকে বিদায় না জানালে বোমা, বারুদের স্তুপে শেষ হয়ে যাবে বাংলা। একসময় নন্দীগ্রাম বিগত বাম সরকারের আমলে গোটা রাজ্যকে পথ দেখিয়েছিল‌। যার ফল স্বরূপ তৃণমূল ক্ষমতায় এসেছিল। কিন্তু এবার সেই নন্দীগ্রাম আবার গোটা রাজ্যকে ইঙ্গিত দিচ্ছে যে, এবার তৃণমূলকে বিদায় জানানোর সময় এসে গিয়েছে। তাই বিগত বিধানসভা নির্বাচনে এখানে জয়লাভ করেছেন বিজেপির হয়ে লড়াই করা শুভেন্দু অধিকারী।

আর সেই শুভেন্দু অধিকারী এখন গোটা রাজ্য জুড়ে আওয়াজ তুলতে চাইছেন যে, নন্দীগ্রাম যে পথ দেখাচ্ছে, সেই পথের সাথী হোক গোটা বাংলা। তবে এই সরল সত্যটা রাজ্যের মানুষ কবে বুঝবেন, কবে জাগবেন গোটা বাংলার সাধারণ মানুষ, কবে তারা নন্দীগ্রামের দেখানো পথে এই সরকারকে ভোট বাক্সে মোক্ষম জবাব দেবেন, তার অপেক্ষায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তার বক্তব্যের মধ্যে দিয়ে তেমনই ইঙ্গিত উঠে এলো বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!