এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের এক শুভেন্দু অনুগামীর উপর কোপ, দল নিলো বড়সড় পদক্ষেপ !

ফের এক শুভেন্দু অনুগামীর উপর কোপ, দল নিলো বড়সড় পদক্ষেপ !


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মন্ত্রিত্ব ছেড়ে দেবার পর থেকেই শুভেন্দু অধিকারীকে নিয়ে সংশয় ক্রমশ বাড়ছে শাসকদল তৃণমূলের। তাঁর তৃণমূল ছেড়ে জল্পনা বাড়ছে। সম্প্রতি, মেদিনীপুরের জনসভা থেকে সরাসরি তাঁর নাম না নিয়েও, শুভেন্দু অধিকারীকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আবার জেলায় জেলায় আছেন শুভেন্দু অধিকারীর অনুগামীরা । শুভেন্দু অধিকারীর বেশকিছু অনুগামীকে ছেটে দেয়া হচ্ছে। এবার শুভেন্দু অধিকারীর অনুগামী বলে পরিচিত পুরুলিয়া জেলা তৃণমূল নেতা গৌতম রায়কে দল থেকে বহিস্কার করলো শাসক দল তৃণমূল।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে পরিচিত আছেন পুরুলিয়া জেলা তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক গৌতম রায়। গতকাল তাঁকে পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি তথা পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা-সংস্কৃতি-তথ্য-ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ গুরুপদ টুডু দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করলেন। কাল রাতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে দল থেকে তাঁকে বহিষ্কারের কথা জানালেন তিনি। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূলের মুখপাত্র নবেন্দু মাহালী।

গতকাল রাতে এই সাংবাদিক সম্মেলনে পুরুলিয়া তৃণমূল জেলা সভাপতি গুরুপদ টুডু জানালেন যে, তৃণমূলের রাজ্য নেতৃত্বর নির্দেশ অনুযায়ী পুরুলিয়া জেলা তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক গৌতম রায়কে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হলো। তিনি দলের শৃঙ্খলা অমান্য করেছেন। এছাড়া দল বিরোধী কার্যকলাপের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

আপনার মতামত জানান -

তবে, এ প্রসঙ্গে বহিস্কার হওয়া পুরুলিয়া জেলা তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক গৌতম রায় জানালেন যে, গতকাল দুপুরে তিনি পুরুলিয়া জেলা তৃণমূলের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফার পত্র তৃণমূলের রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়েছিলেন। তিনি অভিযোগ করেছেন যে, তৃণমূল দলে কাজ করার কোনো পরিবেশ নেই। একারণেই তিনি জেলার সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দেবার সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

প্রসঙ্গত, তৃণমূল নেতা গৌতম রায় শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে পরিচিত। শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে তিনি নিজেকে তুলে ধরেছেন বারবার। ‘ আমরা দাদার অনুগামী ‘ লেখা ব্যানারে তিনি বিজয়া দশমীর অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। আবার তাঁর জগদ্ধাত্রী পূজাতে এসেছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর তিনি অত্যন্ত ঘনিষ্ঠ। গত রবিবার তিনি রাজ্যের মধ্যে প্রথম ‘দাদার অনুগামী’ কার্যালয় পুরুলিয়া শহরে খুললেন। দাদার অনুগামী লেখা কার্যালয় খুলে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। তার পরেই তাঁকে দল থেকে বহিষ্কারের কথা জানা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!