এখন পড়ছেন
হোম > রাজ্য > ফের ট্যুইট! দ্বৈরথের মাঝেই বড় বার্তা রাজ্যপালের!

ফের ট্যুইট! দ্বৈরথের মাঝেই বড় বার্তা রাজ্যপালের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   রাজ্যের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক খুব একটা ভালো নয়। তৃতীয়বার তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে সেই সম্পর্ক উন্নতির দিকে যাওয়া তো দূরের কথা, আরও অবনতির দিকে যেতে শুরু করেছে। বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন রাজ্যপাল। পাল্টা রাজ্যপালকে বিজেপির মুখপাত্র বলে কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে সমস্যা ক্রমশ বাড়ছে।

একদিকে করোনা পরিস্থিতি, অন্যদিকে ভয়াবহ দুর্যোগ আছড়ে পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আর তার মাঝেই এবার রাজ্য এবং কেন্দ্রকে একযোগে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার বার্তা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, সোমবার দুপুরে এই ব্যাপারে একটি টুইট করেন রাজ্যপাল জাগদীপ ধনকার। যেখানে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে ঘূর্ণিঝড় মোকাবিলায় একসাথে কাজ করার বার্তা দেন তিনি। অর্থাৎ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবারের মধ্যে রাজ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় “ইয়াস”। যার ফলে উপকূলবর্তী এলাকাগুলো নিয়ে কিছুটা হলেও সমস্যা তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে সতর্কবার্তা। নবান্নে খোলা হচ্ছে কন্ট্রোল রুম। যেখানে তদারকি করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এই পরিস্থিতিতে রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে এক যোগে কাজ করার কথা বলে কার্যত মাস্টারস্ট্রোক দিলেন পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশ্লেষকরা বলছেন, রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক মোটেই ভালো নয়। বারবার সংঘাত সামনে এসেছে। দ্বিতীয় তৃণমূল সরকারের আমলে রাজ্যের সাংবিধানিক প্রধান হয়েছেন জাগদীপ ধনকার। আর তারপর থেকেই বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন তিনি। আর তৃতীয় তৃণমূল সরকার শপথ নেওয়ার পর থেকেই রাজ্যে লাগাতার হিংসা থেকে শুরু করে আইন-শৃঙ্খলা, নানা বিষয়ে রাজ্যপালের পদক্ষেপ কার্যত প্রশ্ন তুলে দিয়েছে।

যেখানে তৃণমূলের পক্ষ থেকে রাজ্যপালের বিরুদ্ধে বিষোদগার করে তাকে “বিজেপির মুখপাত্র” বলে দাবি করা হয়েছে। আর এই পরিস্থিতিতে দুর্যোগের আগে টুইট করে নিজের দায়িত্ব এবং কর্তব্য পালন করলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। যেখানে কোনোরকম দোষারোপ না করে দুর্যোগের সময় রাজ্য এবং কেন্দ্রীয় সরকারকে নিজের দায়িত্ব পালনের আহ্বান জানাতে দেখা গেল পশ্চিমবঙ্গের রাজ্যপালকে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!