এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফিরহাদ জিতেন্দ্র সংঘাত তুঙ্গে! চরম অস্বস্তিতে তৃণমূল!

ফিরহাদ জিতেন্দ্র সংঘাত তুঙ্গে! চরম অস্বস্তিতে তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে আবারও রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। এরই মধ্যে উন্নয়ন ঘিরে রাজনীতি হচ্ছে বলে তৃণমূলের সঙ্গে দ্বন্দ্বে জড়ালেন মন্ত্রী। সেখানে কেন্দ্রীয় প্রকল্প থেকে আসনাসোল পুরনিগমের মানুষ বঞ্চিত হচ্ছেন বলেই অভিযোগ এনেছেন তিনি। সেই সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও এনেছেন রাজ্যের বিরুদ্ধে।

পুরমন্ত্রীকে দেওয়া অভিযোগপত্রের ভিত্তিতে এমনটাই দাবি করেছেন আসানসোলের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি। তবে দলেরই বিধায়ক ও আসানসোলের বিদায়ী মেয়রকে পাল্টা কটাক্ষ করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। আর তাতেই তৃণমূলের অন্দরে গোষ্ঠী কোন্দলের উত্তেজনা চরমে পৌঁছেছে বলে জানা গেছে।

সেখানে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দুই নেতার আক্রমণ, পাল্টা আক্রমণে দলের অন্দরে অস্বস্তি কাঁটা আরও তীব্র হচ্ছে। বস্তুত এখানে তাঁর অভিযোগ কেন্দ্রের স্মার্ট সিটি প্রকল্পের টাকা পাওয়া থেকে আসানসোল পুরনিগম বঞ্চিত হচ্ছে। আর তাই রাজ্যের সিদ্ধান্তকেই দোষারোপ করেছেন আসানসোলের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি।

জানা গেছে, ফিরহাদ হাকিমকে লেখা চিঠিতে আসানসোলের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি নাকি বলেছেন, আসানসোল কেন্দ্রীয় সরকারের স্মার্ট সিটি প্রকল্পের জন্য নির্বাচিত হয়েছিল। সেই দু’হাজার কোটি অর্থে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের কাজ হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক কারণে কেন্দ্রীয় প্রকল্পের সেই অর্থ পাওয়ায় রাজ্যের অনুমোদন ছিল না।

শুধু তাই নয়, এর পরিবর্তে আসানসোল পুরনিগমকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিল নগরোন্নয়ন দফতর। কিন্তু সেই প্রতিশ্রুতিও পালন করা হয়নি। তাই চিঠি দিয়ে অভিযোগ জানাতে বাধ্য হয়েছেন তিনি। আর এরপরই অবশ্য চিঠি প্রসঙ্গ প্রকাশ্যে আসার পর মুখে কুলুপ এঁটেছেন জিতেন্দ্র তিওয়ারি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উল্টে সেই চিঠি কীভাবে সামনে এল তা নিয়েই প্রশ্ন তুলতে দেখা গেছে তাঁকে। যদিও এই ঘটনার পর চুপ করে থাকেননি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও। পুর প্রশাসকের চিঠি নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে তাঁকে। জিতেন্দ্র তিওয়ারিকে উল্টে কটাক্ষ করতে দেখা যায় তাঁকে।

এদিন তিনি বলেন, “আজ কেন সব জেনেও ও (জিতেন্দ্র তিওয়ারি) চিঠি দিল জানি না। আমার সঙ্গে ওর সম্পর্ক ভাল। ও একজন বিধায়কও। সরকারের অবস্থান ওর জানা আছে। এ বিষয়ে আগে কোনও দিন আমারকে কিছু জানায়নি। এই চিঠি দেওয়ার বিষয়টি অত্যন্ত খারাপ।” শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর কথা তুলে তিনি বলেন, “মমতাদি বলে দিয়েছেন যাঁর যাওয়ার চলে যান।”

তবে তাঁর মতে, তিনি বিশ্বাস করেন জিতেন্দ্র তিওয়ারি যাবেন না। বিজেপির বিভ্রান্তিকর প্রচারেই ভুল বোঝাবুঝি হয়েছে। আলোচনাতেই সমস্যা মিটে যাবে বলেও এদিন জানান তিনি। তাই এরপর নতুন করে জিতেন্দ্র তিওয়ারির রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা শুরু হয়েছে বলেও জানা গেছে।

আর এমন সন্ধিক্ষণে আসানসোলের পুর প্রশাসক মন্তব্য করেন, “কেই বিরোধী কিছু বললেই ওনারা বিজেপির লোক বলছেন। চিঠি দিলেই কী কেউ বিজেপি চলে যাচ্ছে। বিজেপি আমাকে ভুল বোঝাচ্ছে, আর উনি কি জাদুকর। এই চিঠি আমি প্রকাশ্যে আনিনি। দলেরই কিছু লোক এই চিঠি সবাইকে জানিয়েছে।” তবে এই নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

আসানসোলের পুর প্রশাসকের চিঠি তুলে ধরে টুইটে রাজ্য সরকার ও তৃণমূলের উদ্দেশ্যে মন্তব্য করেছেন বাংলার দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা অমিত মালব্য। সেইসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানান, “ভূতের মুখে রাম নাম।” তাঁর কথায়, ভোট এসে গিয়েছে। মানুষের মুখোমুখি হতে হবে। তাই নিজেদের পিঠ বাঁচাতেই তৃণমূল এইসব করছে বলেই মন্তব্য করেছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!