এখন পড়ছেন
হোম > জাতীয় > সরকারি কর্মীদের বঞ্চনা ও ক্ষমতায় এলে অভিযোগ মেটানো নিয়ে বড়সড় প্রতিশ্রুতি অমিত শাহের

সরকারি কর্মীদের বঞ্চনা ও ক্ষমতায় এলে অভিযোগ মেটানো নিয়ে বড়সড় প্রতিশ্রুতি অমিত শাহের


রাজ্যে পদ্ম ফোটাতে দৃঢ় প্রতিজ্ঞ অমিত শাহ। আর তার জন্য গণতন্ত্র বাঁচাও যাত্রা করার কথা বলেছিলেন। কিন্তু আইনের ঘোরপাঁচে যত এখনো আটকে রয়েছে। আর আজ তাই গণতন্ত্র বাঁচাও সভা অনুষ্ঠিত হচ্ছে। আর সেই সভাতেই অমিত শাহ বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলকে জোরদার আক্রমণ করেন।

আগেই তিনি বলেছিলেন যে বাংলা থেকে কমপক্ষে ২২ টি আসন চাই। আর সেই লক্ষেই এগিয়ে চলেছে বঙ্গ বিজেপি। আর এদিন সেই লক্ষেই বক্তব্য দিলেন। বাংলায় সরকারি কর্মী, শিক্ষকদের বেতন নিয়ে বড়সড় ক্ষোভ রয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে। আইন আদালতে সেই নিয়ে মামলাও চলছে। আর আজ সেই ক্ষোভকে আরও একবার উস্কে দিলেন সাথেই প্রতিশ্রুতিও দিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি মমতা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে বলেন, ” সপ্তম বেতন কমিশন চালু হয়েছে এখানে এখনো পঞ্চম বেতন কমিশন চলছে। এরপরেই জনগণের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন যে সপ্তম বেতন কমিশন অনুযায়ী কর্মীদের বেতন চাই কি চাই না।?
সাথেই দাবি করেন যে ভারতীয় জনতা পার্টির সরকার বানান তাহলে শপথের প্রথম ক্যাবিনেটে আমরা আগে সপ্তম বেতন কমিশিনের কাজ শুরু করবো। ”

এরপরেই বলেন যে, ” সরকারি কর্মীদের ডিএ ৪৯ % কম অর্ধেক , কেন? কোথায় গেলো টাকা ? বলো কোথায় গেলো? টাকা ওখানে চলে গেছে , বের করতে হবে।

আর এই মন্তব্যের পরেই খুশির জোয়ার সরকারি কর্মী মহলে। রাজনৈতিকমহলের মতে, বড়সড় মাস্টারস্ট্রোকে দিলেন অমিত শাহ। যে পরিমান ক্ষোভ রয়েছে সরকারি মহলে তাতে ঘি ঢাললেন অমিত শাহ সাথেই আশা দিলেন। এখন সত্যি যদি সরকারি কর্মী ও শিক্ষকরা গেরুয়া শিবিরকে বেছে নেন তবে লোকসভা ভোটে অঘটন গত অসম্ভব কিছু নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!