এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “গ্রেপ্তার হবেন না” অভিষেককে অভয়বানী খোদ সুকান্তর, টালমাটাল রাজ্য রাজনীতি!

“গ্রেপ্তার হবেন না” অভিষেককে অভয়বানী খোদ সুকান্তর, টালমাটাল রাজ্য রাজনীতি!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি কুন্তল ঘোষের চিঠি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘক্ষণ জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপর থেকেই তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, প্রতিহিংসা পরায়ন রাজনীতি চরিতার্থ করতে চাইছে গেরুয়া শিবির। অনেকে আশঙ্কা করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হতে পারে। আর এই পরিস্থিতিতে গত শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই জেরা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। আইন এবং ধারার কথা উল্লেখ করে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করার জন্য ডাকা হয়নি। এই ধারায় কেউ গ্রেপ্তার হয় না। অভিষেকবাবু মানুষকে ভুল বোঝাতে চাইছেন।

প্রসঙ্গত, শনিবার সিবিআই জেরার মুখোমুখি হওয়ার পর বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে একাধিক অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই ব্যাপারেই প্রশ্ন করা হয়েছিল বিজেপির রাজ্য সভাপতিকে।যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, “আরে ওনাকে তো এবার সিবিআই ডেকেছে 161 ধারাতে। এটাতে কেউ গ্রেপ্তার হয় না। একজন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার জন্য ওনাকে ডেকেছে। উনি মানুষকে ভুল বোঝাতে চাইছেন। উনি হয়তো আইন সম্পর্কে ঠিকমতো জানেন না। তাই এই সমস্ত কথা বলছেন।” তবে এই কথা বলার পাশাপাশি কোন মামলায় চাপে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কোন ক্ষেত্রে তিনি গ্রেপ্তার হতে পারেন, সেই ব্যাপারেও বড় তথ্য সামনে এনেছেন সুকান্ত মজুমদার। যা কার্যত চাপ বাড়িয়েছে ঘাসফুল শিবিরের বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!