এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > হেভিওয়েট নেত্রীর হাত ধরেই কি রাজনৈতিক জেলা সদরের স্বীকৃতি? আশায় এলাকাবাসী!

হেভিওয়েট নেত্রীর হাত ধরেই কি রাজনৈতিক জেলা সদরের স্বীকৃতি? আশায় এলাকাবাসী!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর হিসেবে পরিচিত বালুরঘাট। কিন্তু বাম আমল হোক বা তৃণমূল আমল, জেলার সংগঠনের দায়িত্ব প্রতিটি দলের পক্ষ থেকেই পৌঁছে গিয়েছে গঙ্গারামপুরে। দায়িত্ব বন্টনের দিক থেকে এবং গুরুত্ব পাওয়ার দিক থেকে সদর শহর হয়েও পিছনে থাকতে দেখা গেছে বালুরঘাটকে। যা নিয়ে উভয়পক্ষের নেতা কর্মীদের মধ্যে কিছুটা হলেও আফসোস লক্ষ্য করা যায়। তবে সম্প্রতি তৃণমূল তাদের সংগঠনে আমূল পরিবর্তন এনেছে। আর সেখানেই লক্ষ্য করা যাচ্ছে, দক্ষিণ দিনাজপুর জেলায় সংগঠনের ক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে যে বদল আনা হয়েছে, তাতে বাড়তি গুরুত্ব পাচ্ছে সদর শহর বালুরঘাট।

যেখানে বালুরঘাটের বাসিন্দা প্রদীপ্তা চক্রবর্তীকে জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। আর এর ফলেই তৃণমূলের নেতাকর্মীরা তো বটেই, বরঞ্চ বালুরঘাটবাসীর অনেকেই আশার আলো দেখতে শুরু করেছেন। সদর শহরের পাশাপাশি রাজনৈতিক স্বীকৃতি প্রদীপ্তা চক্রবর্তীকে এই ধরনের বড় গুরুত্বপূর্ণ পদে বসানোর মধ্যে দিয়েই অর্জন করতে শুরু করবে বালুরঘাট বলে দাবি করছেন একাংশ। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের প্রতিটি জেলার সংগঠনে বদল আনা হয়েছে। যার মধ্যে ব্যতিক্রম নয় দক্ষিণ দিনাজপুর জেলাও। আর সেখানেই লক্ষ্য করা যাচ্ছে যে, তৃণমূলের মহিলা সংগঠনের জেলা সভানেত্রীর দায়িত্ব এসেছে বালুরঘাটের ওপর। যার ফলে একাংশ বলছেন, তৃণমূল প্রদীপ্তা চক্রবর্তীকে জেলার মহিলা সংগঠনের সভানেত্রী করায় বালুরঘাট রাজনৈতিক সদর শহরের স্বীকৃতি পেতে শুরু করল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের যুক্তি, এর আগে তৃণমূলের বেশিরভাগ সংগঠনের দায়িত্ব গিয়েছে গঙ্গারামপুরের ওপর। একবার বালুরঘাটের শংকর চক্রবর্তী সভাপতির দায়িত্ব পেলেও, পরবর্তীতে আবার তা গঙ্গারামপুরের বিপ্লব মিত্রের কাঁধে চলে যায়। যার জেরে তৃণমূলের অন্দরমহলেও কানাঘুষো শোনা যায় সরকারিভাবে বালুরঘাট সদর শহর কিন্তু সংগঠনের সবকিছু কেন গঙ্গারামপুর বা জেলার অন্যত্র চলে যাবে? কেন বালুরঘাট পিছিয়ে থাকবে? তাহলে কি মুখেই বালুরঘাট সদর শহর?

অর্থাৎ বালুরঘাটের প্রতি বিমাতৃসুলভ আচারণ করা হচ্ছে, এই বিষয়টি নিয়ে শুধু সাধারণ মানুষ নয়, তৃণমূলের একাংশের মধ্যেও ক্ষোভ জমতে শুরু করে। কিন্তু প্রদীপ্তা চক্রবর্তীকে সম্প্রতি তৃণমূল কংগ্রেস জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী করার পর তার হাত ধরে জেলার সদর শহর আবার তার রাজনৈতিক স্বীকৃতি এবং গরিমা ফিরে পাবে বলেই আশা করছে ঘাসফুল শিবির।

তৃণমূলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বালুরঘাটকে গুরুত্ব দেন। এক্ষেত্রে সংগঠনের অদলবদল হলেও বিভিন্ন প্রশাসনিক কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা যায় বালুরঘাটের কথা। এক্ষেত্রে বালুরঘাট যে তার হৃদয়ে রয়েছে, তা স্পষ্ট। তবে এবার মহিলা তৃণমূলের জেলা সভানেত্রীর দায়িত্ব বালুরঘাটে চলে আসায় দলের নেতাকর্মীরা অনেকটাই খুশি। কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা কে শুরু করে বালুরঘাটবাসীর সিমপ্যাথি রক্ষা করাই এখন প্রধান চ্যালেঞ্জ প্রদীপ্তা চক্রবর্তীর কাছে। এখন সেই চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হতে প্রদীপ্তাদেবীর পদক্ষেপ কি হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!