এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দুর গড় হলদিয়ায় দলীয় কাউন্সিলরদের মন বুঝতে তৃণমূল ভবনে বৈঠক

শুভেন্দুর গড় হলদিয়ায় দলীয় কাউন্সিলরদের মন বুঝতে তৃণমূল ভবনে বৈঠক


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা শেষ হয়নি এখনও, এর মাঝেই সম্প্রতি শুভেন্দুর গড় হলদিয়ায় দলীয় কাউন্সিলরদের মন বুঝতে তৃণমূল ভবনে বৈঠক করতে দেখা গেছে ফিরহাদ হাকিমকে। এদিন ওই বৈঠকে উপস্থিত থাকতে দেখা গেছে, হলদিয়া পুরসভার ২৫ জন কাউন্সিলরকে। যাদের মধ্যে ছিলেন, হলদিয়ার কাউন্সিলর দেবপ্রসাদ মণ্ডল, হলদিয়া পুরসভার চেয়ারম্যান শ্যামল আদক ও উপ পুরপ্রধান সুধাংশু মণ্ডল প্রমুখ।

বস্তুত, সোমবার তমলুকে হলদিয়া পুরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত থাকতে দেখা যায় মুর্শিদাবাদের বেশ কয়েকজন কাউন্সিলরকে। এর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই হলদিয়া পুরসভার ২৯ জন কাউন্সিলরকে তৃণমূল ভবনে ডাকা নিয়ে হয়। আর এই ঘটনার পর তৃণমূল নেতৃত্বের এই কাজে যথেষ্ট তাৎপর্য রয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

তথ্য সূত্রে জানা গেছে, এদিন দুপুর ১টা নাগাদ তৃণমূল ভবনে হলদিয়া পুরসভার ২৫ জন কাউন্সিলর উপস্থিত হন। যদিও এরই মধ্যে অসুস্থতার কারণ দেখিয়ে ৪ জন আসেননি বলে জানা গেছে। অন্যদিকে, টানা ৪৫ মিনিট ধরে বৈঠক চলে বলেও জানা যায়। তবে এ বিষয়ে জানতে চাওয়া হলে ফিরহাদ হাকিম এড়িয়ে যান।

এদিন তিনি বলেন, দলের অভ্যন্তরীণ বৈঠক নিয়ে বাইরে বলতে হলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বলতে হবে। অন্যদিকে, বৈঠক শেষে উপপুরপ্রধান সুধাংশু মণ্ডল জানান, সব কাউন্সিলরই এসেছিলেন। এবং প্রত্যেকেই সবাই দিদির অনুগামী এই কথাই বলেছেন। তাঁর কথায়, তাঁরা কোনও ব্যক্তির অনুগামী নন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দলের বাইরে যদি কেউ যায় সেখানে তাঁরা নেই বলেই জানিয়েছেন তিনি। তাঁর মতে তাঁরা সবাই দিদিরই অনুগামী। অন্যদিকে, শুভেন্দু-বিরোধী নেতা হিসেবে পরিচিত হলদিয়ার কাউন্সিলর দেবপ্রসাদ মণ্ডল জানান, হলদিয়াতে তৃণমূলে যে সমস্যা চলছে, সেই বিষয়ে ফিরহাদ হাকিম ডেকেছিলেন। মিটিংয়ে তিনি সমস্ত কাউন্সিলরকে নিজের বক্তব্য জানিয়ে দিয়েছেন।

তাঁর কথায়, এদিন পুরমন্ত্রী বলেছেন যে, যাদের যেতে হয় এখুনি চলে যান, তৃণমূলের টিকিটে জিতেছেন, দল করতে হলে দলে থাকতে হবে। সেইসঙ্গে জানা গেছে, বৈঠকে উপস্থিত সমস্ত কাউন্সিলররা দলের সঙ্গেই আছেন দাবি করেছেন বলেও জানা গেছে। এমনকি ‘দাদার অনুগামী’ হিসেবে পরিচিত ৪-৫ জন কাউন্সিলর এদিন বৈঠকে যোগ দিয়েছিলেন বলেও দেবপ্রসাদ মণ্ডলকে বলতে শোনা গেছে বলেই জানা যায়।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!