এখন পড়ছেন
হোম > জাতীয় > হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, ফের কি জারি হতে পারে লকডাউন !

হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, ফের কি জারি হতে পারে লকডাউন !


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সার্বিক বিচারে দেশের করোনা সংক্রমণ কিছুটা কমেছে, কিন্তু দেশের করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। বেশ কিছু রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে ভয়াবহভাবে। এই পরিস্থিতিতে দেশের কিছু রাজ্য পুনরায় লকডাউন ফিরিয়ে আনার পরিকল্পনা নিতে চলেছে। যে যে শহরে করোনা পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, সে সমস্ত জায়গায় আবার লকডাউন ঘোষিত হতে পারে বলে জানা যাচ্ছে।

যে সমস্ত শহরে করোনা তীব্র ভাবে আবার ছড়িয়ে পড়েছে, সেই শহরগুলিতে নতুন করে লকডাউন জারি করার পাশাপাশি নাইট কারফিউ জারি, বিবাহ বা শ্রাদ্ধের অনুষ্ঠানে ১০০ জনের অধিক নিমন্ত্রণ না করা, এমনকি প্রয়োজনে ১৪৪ ধারা পর্যন্ত জারি হতে পারে বলে জানানো হলো। সম্প্রতি ব্যাপক আকারে করোনা সংক্রামিত রাজস্থান, মধ্যপ্রদেশের মত বেশ কিছু রাজ্যে এমন নিয়ম জারি হতে পারে বলে জানা যাচ্ছে।

করোনা সংক্রমণ ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় গুজরাটের আহমেদাবাদে আবার ঘোষিত হতে পারে লকডাউন। কড়া লকডাউনের পরিকল্পনা করতে চলছে আমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশন। এখন এই শহরে নাইট কারফিউ জারি করা হয়েছে। জানানো হয়েছে যে, রাত ন’টা থেকে সকাল ছ’টা পর্যন্ত সমস্ত ধরনের যাতায়াত বন্ধ রাখা হবে, বা নিয়ন্ত্রণ করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে মধ্যপ্রদেশে সম্প্রতি করোনার সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তাই এই রাজ্যে তীব্রভাবে করোনা সংক্রামিত পাঁচটি শহরে নাইট কারফিউ জারি করা হলো। এই এই শহর গুলির মধ্যে আছে ইন্দোর, ভোপাল, রতলাম, গোয়ালিয়ার, বিদিশা। করোনার কারণে নয়ডাতে বেশ কিছু কঠোর নিয়ম জারি করা হলো। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নয়ডাতে এখন বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি আমন্ত্রণ করা যাবে না।

এদিকে রাজস্থানে ক্রমাগত বাড়ছে করোনার সংক্রমণ। বিশেষত রাজস্থানের আটটি জেলায় করোনা সংক্রমণ তীব্র আকারে বাড়ছে। এই জেলাগুলো হলো রাজস্থানের রাজধানী জয়পুর ছাড়াও যোধপুর, বিকানের, উদয়পুর, আজমের, আলওয়ার, ভিলোয়ারা প্রভৃতি। এই জেলাগুলিতে নাইট কারফিউ জারি করার সিদ্ধান্ত নিল রাজস্থান সরকার।

সরকারি নির্দেশিকাতে জানানো হয়েছে যে, এখন থেকে রাত আটটা থেকে সকাল ছ’টা পর্যন্ত নাইট কারফিউ জারি করা হবে। এই জেলাগুলিতে করোনা পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায়, এমন সিদ্ধান্ত নেওয়া হলো। সরকারি নির্দেশিকাতে জানানো হয়েছে যে, এই সমস্ত জেলাগুলিতে সন্ধ্যা সাতটার মধ্যে দোকান, বাজার ও সমস্ত শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে। করোনা সংক্রমনের কারণে এভাবে পুনরায় লকডাউন ও কঠোর নিয়ম ফিরে এলো।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!