এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আবহে দেশবাসীর চিকিৎসা সুরক্ষিত করতে প্রধানমন্ত্রী মোদী নিলেন যুগান্তকারী পদক্ষেপ!

করোনা আবহে দেশবাসীর চিকিৎসা সুরক্ষিত করতে প্রধানমন্ত্রী মোদী নিলেন যুগান্তকারী পদক্ষেপ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ২০২০ সালে আন্তর্জাতিক স্বাস্থ্য ব্যবস্থাকে আরো জোরদার করতে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে নেওয়া হয়েছিল একগুচ্ছ উদ্যোগ। যে গুলির মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থার একটি সুস্পষ্ট, সীমাহীন এবং চ্যালেঞ্জিং দৃষ্টিভঙ্গির পরিকাঠামো তৈরি করা হয়। প্রকাশিত সেই গাইডলাইনে মানব সম্পদ বিকাশ সহ স্বাস্থ্য ব্যবস্থার নির্দেশ পালনের জন্য বিভিন্ন গাইডেন্সের প্রক্রিয়া চালু করা হয়, যাদের লক্ষ্য ছিল সার্বজনীন স্বাস্থ্য সেবা।

আজ স্বাধীনতা দিবস। ৭৪ বছরের এই স্বাধীনতার আবহে লাল কেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করার কথা বললেন একটি হেলথ কার্ড ব্যবস্থার। যেটির নাম দিলেন ‘এক দেশ এক হেলথ কার্ড’। তিনি বলেন, ডিজিটাল স্বাস্থ্য মিশনের আওতায় এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার যাবতীয় প্রচেষ্টা করা হবে এই প্রকল্পে। এবার থেকে প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসংক্রান্ত যাবতীয় তথ্য একটি প্লাটফর্মেই সংরক্ষিত থাকবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আধার কার্ডের মত – এই হেলথ সংক্রান্ত যে কার্ডটি আসতে করেছে, তাতে চিকিৎসকদের তালিকাসহ দেশের সমস্ত স্বাস্থ্য পরিষেবার তথ্য দেওয়া থাকবে। ভবিষ্যতে যাতে কোথাও চিকিৎসা করাতে গেলে, এই একটিমাত্র হেলথ কার্ডের সাহায্যেই সমস্ত তথ্য সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে স্পষ্ট হয়ে ওঠে – তার জন্যই এমন ব্যবস্থা। এই প্রকল্পের মাধ্যমে নাগরিকদের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য, চিকিৎসক এবং হাসপাতালকে একটি সার্ভারের মধ্যে রাখা হবে।

তবে এই প্রকল্পে থাকাটা এখনই বাধ্যতামূলক করা হবে না বলেই জানানো হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তি বা হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে তবেই কেউ যুক্ত হতে পারবেন এর সঙ্গে। সেক্ষেত্রে প্রতি ব্যক্তিকে ইউনিক একটি আইডি কার্ড দেওয়া হবে। যার মধ্যে ব্যক্তিটির মেডিক্যাল রিপোর্টের সমস্ত তথ্য থাকবে। প্রসঙ্গত, এর আগে প্রধানমন্ত্রী সমগ্র দেশবাসীর সুবিধার জন্য আয়ুষ্মান যোজনার ঘোষণা করেন। যা বর্তমানে কোভিড মোকাবিলায় দেশবাসীর বড় সুরাহা হয়ে উঠেছে বলেই মনে করা হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!