এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার প্রতিষেধক আবিষ্কারের পথে বেশ কয়েক ধাপ এগিয়ে গেল ভারত! বাড়ছে আশার আলো

করোনার প্রতিষেধক আবিষ্কারের পথে বেশ কয়েক ধাপ এগিয়ে গেল ভারত! বাড়ছে আশার আলো

এককালে বলা হত, “ভারত আজ যা করছে, গোটা বিশ্ব কাল তা ভাববে।” অর্থাৎ ভারতের দেখেই যে প্রত্যেকে পথ চলে, তা এই কথার মধ্যে দিয়ে তুলে ধরেছিলেন ভারতবর্ষের মহান মনীষীরা। কিন্তু এই উক্তি কতটা সত্যি, তা বিপদের সময় ইঞ্চিতে ইঞ্চিতে টের পাওয়া যায়। এর আগে বিশ্বের বিভিন্ন বিপদের পরিস্থিতিতে ভারতবর্ষের উদ্যোগ প্রশংসিত হয়েছে। তবে এবার করোনা মহামারী যখন গোটা বিশ্বকে গ্রাস করছে, ঠিক তখনই সেই করোনা প্রতিষেধক তৈরীর জন্য প্রতিটি দেশ আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

এখনও পর্যন্ত তাতে সফল হয়নি কেউ‌। তবে এবার ভারতবর্ষ করোনা প্রতিরোধের গুরুত্বপূর্ণ ওষুধ আবিষ্কার করতে পারে বলে জল্পনা ছড়িয়েছে। সূত্রের খবর, ভারতের কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাষ্ট্রিয়াল রিসার্চে ইমিউনো মডিউলেটর বানানোর কাজ চলছে। যে প্রক্রিয়ার মাধ্যমে শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়ানো যেতে পারে বলে মনে করা হচ্ছে। আর ভারতের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়ায় এখন দেশবাসীর মধ্যে তৈরি হয়েছে আশার আলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাহলে কি করোনা ভাইরাস মোকাবিলার জন্য ভারত প্রথম পথ দেখাবে বিশ্বকে? ভারত থেকেই সৃষ্ট হবে করোনা ভাইরাসের প্রতিষেধক? ওষুধ সৃষ্টি করা গবেষকদের একাংশের বক্তব্য, এই ওষুধ খেলে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যদি কেউ আসেন, তাহলে তার সংক্রমিত হওয়ার প্রবণতা অনেকটাই কম থাকবে। সেদিক থেকে করোনা রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য যারা যুক্ত আছেন, তাদের জন্য এই ওষুধ বেশি পরিমাণে ব্যবহার করা যেতে পারে।

তবে এখনই এই ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাচ্ছে না ভারতীয় গবেষকরা। পরীক্ষামূলক ভাবে তা প্রয়োগ করেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে চান তারা। জানা গেছে, যে ওষুধ তৈরি হচ্ছে, সেখানে মাইক্রো ব্যাকটেরিয়াম থাকবে। যার ফলে পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার কোন সম্ভাবনা নেই। আর ভারতের পক্ষ থেকে করোনাকে প্রতিরোধ করার জন্য গবেষণাগারে ওষুধ তৈরির উদ্যোগ শুরু হওয়ায়, এখন দেশবাসীর মধ্যে খুশির হাওয়া তৈরি হয়েছে।

তবে যদি সত্যিই ভারতের গবেষণাগারে সৃষ্টি হওয়া এই ওষুধ করোনা প্রতিরোধে কাজে লাগে, তাহলে ভারত আবার গোটা বিশ্বকে পথ দেখাবে বলে আশা করছেন সকলে। যা আগামী দিনে ভারতকে মাথা তুলে দাঁড়াতে যেমন সাহায্য করবে, ঠিক তেমনই বিশ্বের মাটিতে ভারত একটা অন্য জায়গা করে নেবে বলেও দাবি করছেন বিশেষজ্ঞরা। এখন শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় পরিস্থিতি, ভারত এই ওষুধ তৈরিতে কতটা খুশির খবর শোনাতে পারে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!