এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ৯ মাসে খুন ৫ জন! এলাকাবাসীর একটাই প্রশ্ন – শান্তি ফিরবে কবে?

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ৯ মাসে খুন ৫ জন! এলাকাবাসীর একটাই প্রশ্ন – শান্তি ফিরবে কবে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলের সবথেকে বড় বিড়ম্বনার কারণ তাদের গোষ্ঠীদ্বন্দ্ব। আর সেই গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় সন্ত্রাস, খুনোখুনির ঘটনা নতুন কিছু নয়। তবে তৃণমূলের নিজেদের মধ্যে এই গোষ্ঠীদ্বন্দ্ব হলেও এবং তার পরিপ্রেক্ষিতে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হলেও, তার প্রভাব যে জনসাধারণের মনে ব্যাপকভাবে পড়বে, তা বলার অপেক্ষা রাখে না। জানা গেছে, আরামবাগে তৃণমূলের গোষ্ঠী কোন্দল এখন চরম আকার ধারণ করেছে।

শাসক দলের অভ্যন্তরীণ কোন্দলের পরিপ্রেক্ষিতে সংঘর্ষের ফলে বিভিন্ন জায়গায় খুনের ঘটনা ঘটতেও দেখা যাচ্ছে। যার ফলে এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। সকলের মনে একটাই প্রশ্ন, কবে শান্তি ফিরবে এলাকায়? প্রসঙ্গত উল্লেখ্য, গত বৃহস্পতিবার হরিণখোলা এক পঞ্চায়েতের ঘোলতাজপুরে তৃণমূলের যুব সংগঠনের সাথে মূল সংগঠনের কর্মীদের ব্যাপক সংঘর্ষ তৈরি হয়। যার ফলে বোমাবাজিতে মৃত্যু হয় শেখ ইসরাইল খান নামে এক তৃণমূল কর্মীর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এই ঘটনার পরেই সেই তৃণমূল কর্মীর দাদা 15 জনের নামে থানায় খুনের অভিযোগ দায়ের করেছিলেন। আর তার ভিত্তিতেই এবার চার তৃনমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। জানা গেছে, ধৃতদের শনিবার আরামবাগ আদালতে তোলা হবে। তবে যেভাবে একের পর এক খুনের ঘটনা ঘটেই চলেছে এলাকায়, তাতে চিন্তা ক্রমশ বাড়তে শুরু করেছে। অনেকে বলছেন, এর আগেও এরকম ঘটনা ঘটেছে। তারপর পুলিশ পদক্ষেপ নিলেও অশান্তি বন্ধ হয়নি। তাই এবারেও থানায় অভিযোগ দায়ের হলেও, আদৌ সমস্যা মিটবে কিনা, তা নিয়ে সংশয়ে রয়েছে অনেকেই।

এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব বলেন, “বাম আমল থেকেই হরিনখোলার দুটি অঞ্চলে এই সমস্যা থেকে গিয়েছে। আমাদের তা ভাবিয়েও তুলেছে। রাজনৈতিক ভাবেই সমস্যার সমাধান করতে হবে।” কিন্তু যে সমস্যা শুরু হয়েছে, তা যে শুধুমাত্রই তৃণমূলের অভ্যন্তরীণ সমস্যা, তা নিশ্চিত সকলের কাছে। ফলে এখন তৃণমূল কংগ্রেস তাদের নিজেদের কোন্দল স্তব্ধ করতে কি উদ্যোগ করতে গ্রহণ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!