এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহে ভর্তি প্রক্রিয়া, পাঠ্যক্রম বা শিক্ষাবর্ষ পাল্টে যাচ্ছে সবকিছুই? সামনে এল বড় আপডেট

করোনা আবহে ভর্তি প্রক্রিয়া, পাঠ্যক্রম বা শিক্ষাবর্ষ পাল্টে যাচ্ছে সবকিছুই? সামনে এল বড় আপডেট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতিতে বন্ধ রয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে এই বছর উচ্চমাধ্যমিক পাশ করা শিক্ষার্থীদেরও সামলাতে হচ্ছে নানা ঝামেলা। এতদিনে যেখানে প্রায় প্রথম সেমিস্টারের পড়া শেষ হয়ে আসে অন্যবারে, এবার সেখানে এখনও সম্পন্ন করা যায়নি ভর্তির প্রক্রিয়াই।

ফলত সমস্যায় পড়েছেন শিক্ষার্থীদের অভিভাবক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা। ছেলেমেয়েরা সময়মত সঠিক তালিম পাবে কি করে সেই নিয়ে যেমন চিন্তায় রয়েছে বাবা মায়েরা, তেমনি সিলেবাস কি করে শেষ করা যায়, সেই চিন্তায় রয়েছেন শিক্ষক শিক্ষিকারা।এমন পরিস্থিতিতে সামলে এলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ার খবর।

জানা গেছে, উচ্চ শিক্ষাদপ্তর ৩১শে অক্টোবরের মধ্যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া শেষ করার কথা বললেও এখনই তা করা যাচ্ছে না বলেই জানা গেছে। তাই আপাতত যাদবপুর‌ বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরের ভর্তি নভেম্বর মাসেও চলতে পারে বলেই জানান হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তথ্য সূত্রে জানা গেছে, এখানে বিজ্ঞান শাখায় শুধু মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু তার বেশি আর ভর্তি প্রক্রিয়া এগোয়নি কিছুই। অন্যদিকে, কলা বিভাগের প্রথম মেধা তালিকা থেকে কিছু ভর্তি হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে জানা গেছে, সেখানে দ্বিতীয় মেধা তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হলেও শনিবার থেকেই বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হয়ে যাচ্ছে। ফলে সেই কাজ করা যাবে না আর।

অন্যদিকে, ইঞ্জিনিয়ারিং এর কাউন্সিলিং শেষ না করে বিজ্ঞান শাখায় ভর্তি সম্ভব নয়। কারণ, এমন অনেকেই রয়েছেন যারা ইঞ্জিনিয়ারিং কাউন্সিলিংয়ে যোগ দেবেন কিন্তু বিজ্ঞান বিভাগের কোন বিষয়ে আবেদন করেছেন। অর্থাত্‍ এদের অনেকেই ইঞ্জিনিয়ারিং-এ মনের মত শাখায় ভর্তি হতে পারলে আর বিজ্ঞানের শাখায় ভর্তি হন না।

ফলত, সেই কথা মাথায় রেখেই বিজ্ঞানের ভর্তি প্রক্রিয়া এগোন যায়নি‌ বলে জানা গেছে। অন্যদিকে, কলা বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু হলেও সেমিস্টার পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ায় বিভাগগুলিতে ব্যস্ততা বেড়েছে। তাই আপাতত ভর্তির প্রক্রিয়া বন্ধ হয়েছে।

ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, যা পরিস্থিতি তাতে নতুন শিক্ষাবর্ষ ডিসেম্বরের আগে শুরু করা সম্ভব নয়। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন কথা জানানোয় চিন্তা বেড়েছে শিক্ষার্থীদের মধ্যে। সেই সঙ্গে অভিভাবকরাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!