এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জেলযাত্রা কি নিশ্চিত? ভয়ে কাবু হয়েই হুমকির রাস্তায় তৃনমূল বিধায়ক, কটাক্ষ বিজেপির!

জেলযাত্রা কি নিশ্চিত? ভয়ে কাবু হয়েই হুমকির রাস্তায় তৃনমূল বিধায়ক, কটাক্ষ বিজেপির!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূল খুব ভালো করেই বুঝতে পেরেছে, তাদের সমস্ত নেতা-নেত্রীরাই ধীরে ধীরে দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। একের পর এক প্রথম সারির নেতা-মন্ত্রীরা জেলে যাচ্ছেন। আর এই পরিস্থিতিতে অনেকে আবার ভয়ে সততার কথা বলছেন। তবে অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ন গোস্বামীকে নিয়ে ইতিমধ্যেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গরু পাচারকারী বলেও তাকে আক্রমণ করেছিলেন। আর এই পরিস্থিতিতে এবার সেই নারায়ণ গোস্বামী বিজেপিকে কার্যত হুঁশিয়ারি দিয়ে বসলেন। তবে তার কথার মধ্যে দিয়ে একটা বিষয় স্পষ্ট ভাবে উঠে এলো যে, তিনি যথেষ্ট ভয়ে রয়েছেন। তাই ভয় পেয়েছেন বলেই এখন বিজেপিকে ভয় দেখানোর চেষ্টা করছেন। কিন্তু কি এমন বলেছেন এই তৃণমূল বিধায়ক?

প্রসঙ্গত, এদিন একটি কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, “আপনারা তৃণমূলের সব বিধায়ক, সাংসদদের জেলে ঢুকিয়ে দিন। আমার কালীঘাটের দূর্গা একাই একশো। জানুয়ারি মাস আসতে দিন, বিজেপি বুঝতে পারবে।” অর্থাৎ একটা সময়সীমা বেঁধে দিয়ে বিজেপিকে আক্রমণ করলেন এই তৃণমূল বিধায়ক। অনেকে বলছেন, খুব স্বাভাবিক। প্রতিপক্ষকে রাজনীতিতে আক্রমণ করা হবে, এটার মধ্যে অস্বাভাবিকত্ব কিছু নেই। কিন্তু নারায়ণ গোস্বামী শুভেন্দু অধিকারীর বক্তব্যের পর যথেষ্ট ভয়ে রয়েছেন। শুভেন্দুবাবু যেভাবে তাকে গরু পাচারকারী বলে তারও পালা আসছে বলে মন্তব্য করেছেন, তাতে তিনি হয়ত দিন গুনতে শুরু করেছেন। যার কারণেই জেল যাত্রা নিশ্চিত বুঝেই হয়ত বা বিজেপিকে আক্রমণ করে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন তৃণমূল বিধায়ক বলেই দাবি সমালোচকদের।

বিজেপির দাবি, তৃণমূলে এমন কেউ নেই, যারা দুর্নীতি থেকে মুক্ত। গোটা দলটাই দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। একটা নেতা এবং জনপ্রতিনিধিও নেই, যারা দুর্নীতি করেনি। কেউ গরু, কেউ কয়লা, কেউ বালি, কেউ শিক্ষক নিয়োগ, কেউ খাদ্য নিয়োগ নিয়ে জেলে যাবে। নারায়নবাবু নিজেও জানেন, তাদের দলের শেষ রক্ষা হবে না। তাই ভবিষ্যতে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হতে পারে, এটা তিনি ভেবে নিয়েছেন। যার ফলে এখন থেকে নিজেকে প্রকট বিজেপি বিরোধী হিসেবে তুলে ধরে পরবর্তীতে যদি তার বিরুদ্ধে পদক্ষেপও হয়, তাহলে তিনি বলতে পারবেন, প্রতিহিংসা মূলক আচরণ করা হচ্ছে। আর সেসবের জন্যই এখন বিজেপিকে আক্রমণ করার এই নির্লজ্জ প্রয়াস তৃণমূল বিধায়কের বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, বিজেপিকে খুঁজে পাওয়া যাবে কি যাবে না, সেটা তো সময় বলবে। কিন্তু তৃণমূল বিধায়কের এখন নিজের চরকায় তেল দেওয়া উচিত। নারায়নবাবু তো অনেক নীচু স্তরের নেতা। কিন্তু তার ওপরের নেতা হিসেবে পরিচিত তৃণমূল দলের পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জ্যোতিপ্রিয় মল্লিক এখন জেলে রয়েছেন। তাই ভবিষ্যতে চুনোপুটিরা দুর্নীতির কারণে জেলে যেতেই পারেন। ফলে বড় বড় ডায়লগ দেওয়া নারায়ণ গোস্বামী ভবিষ্যতে বড় বিপদে পড়তে পারেন। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!