এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘যেতে চাইলেও ছেড়ে দেব না’, অমিতকে নিয়ে নয়া ভাবনায় মমতা! বাড়ছে জল্পনা!

‘যেতে চাইলেও ছেড়ে দেব না’, অমিতকে নিয়ে নয়া ভাবনায় মমতা! বাড়ছে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  2021 এর বিধানসভা নির্বাচনে লড়াই করেননি তিনি। কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী হিসেবে শপথ নিতে দেখা গেছে অমিত মিত্রকে। করোনা পরিস্থিতির সময় থেকে ভার্চুয়ালি সমস্ত গুরুত্বপূর্ণ বৈঠক করতে দেখা গিয়েছিল তাকে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের অর্থ দপ্তরের দায়িত্ব সামলেছেন তিনি। কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী না হওয়ার পরেই গুঞ্জন তৈরি হয়েছিল, অমিত মিত্রকে এবার রাজ্য মন্ত্রিসভায় হয়ত বা জায়গা নাও দেওয়া হতে পারে। কিন্তু তার মতো অভিজ্ঞ ব্যক্তিকে ছাড়তে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়।

তাই সেই কারণে বিধায়ক হিসেবে নির্বাচিত না হলেও, তাকে অর্থমন্ত্রী করে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বর্তমানে শারীরিক পরিস্থিতির কারণে আর মন্ত্রী পদে থাকতে চান না অমিত মিত্র। তাই এই পরিস্থিতিতে তিনি এই পদ থেকে অব্যাহতি চেয়েছেন বলে খবর। যদিও বা মমতা বন্দ্যোপাধ্যায় কোনোভাবেই রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে অভিজ্ঞ অমিত মিত্রকে ছুটি দিতে নারাজ। স্বভাবতই অমিত মিত্র যদি মন্ত্রী পদ থেকে অব্যাহতি চান এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাতে রাজি হয়েও যান, তাহলেও সেভাবে অমিত মিত্রকে ছাড়া হবে না। সেদিক থেকে তার জন্য নতুন কোনো দায়িত্ব ভাবা হচ্ছে বলেই মনে করছেন একাংশ।

ইতিমধ্যেই গুঞ্জন তৈরি হয়েছে, ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করে বিধায়ক হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এই আসনটি ছেড়ে দেওয়ার জন্য তিনি সেই বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন। সেদিক থেকে শোভনদেববাবুকে এখন খড়দহ আসনে বেশি পরিমানে সময় দিতে দেখা যাচ্ছে। যার কারণে একাংশ বলছেন, খড়দহে যে বিধানসভা উপনির্বাচন হবে, সেখানে প্রার্থী হতে পারেন শোভনদেব চট্টোপাধ্যায়। আর তা যদি হয়, তাহলে এই কেন্দ্রে এতদিন বিধায়ক থাকা অমিত মিত্র কোথায় দাঁড়াবেন, তা নিয়ে নানা মহলে প্রশ্ন তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেই বিষয়টি মাথায় রেখেই একাংশ বলছেন, এবার হয়ত আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না অমিত মিত্র। আর সেই কারণেই তিনি এখন নিজের পদ থেকে অব্যাহতি চাইছেন। তবে বিশেষ সূত্র মারফত খবর, নির্বাচনে প্রতিদ্বন্দিতা না করলেও অর্থ দপ্তরের উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদে অমিত মিত্রকে বসাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থ্যাৎ কোনোভাবেই অভিজ্ঞ অমিতবাবুকে রাজ্যের অর্থ দপ্তর থেকে বিদায় দিতে চাইছেন না মুখ্যমন্ত্রী।

তবে গোটা বিষয়টি শুধুমাত্র জল্পনার পর্যায়েই রয়েছে। এখনও পর্যন্ত এই ব্যাপারে অমিত মিত্র বা মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি। তবে গুরুত্বপূর্ণ অর্থ দপ্তরের মন্ত্রী পদ ছাড়তে যে নিজের প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন অমিত মিত্র, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ। যার জেরে তাকে মন্ত্রীপদ থেকে অব্যাহতি দেওয়া হলেও অর্থ দপ্তরের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রাজ্যের অর্থনীতি ঠিক রাখতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে গোটা পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে? এদিন এই প্রসঙ্গে এক প্রশাসনিক কর্তা বলেন, “সময় এখনও ফুরিয়ে যায়নি। শেষ পর্যন্ত কি হবে, তা নিয়ে শেষ কথা এখনই বলা যায় না। অমিত মিত্র এখন অর্থমন্ত্রী থাকছেন, এটাই বাস্তব।” সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় কি করেন অমিত মিত্র এবং তার পরিপ্রেক্ষিতে অমিতবাবুকে রাখতে কি পদক্ষেপ গ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!