এখন পড়ছেন
হোম > জাতীয় >   ঝাড়খণ্ডে বাজিমাতের পর এবার বাংলাতেও জোট করে ক্ষমতা দখলের স্বপ্ন জেএমএম-এর

  ঝাড়খণ্ডে বাজিমাতের পর এবার বাংলাতেও জোট করে ক্ষমতা দখলের স্বপ্ন জেএমএম-এর


 

সম্প্রতি ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। যেখানে ক্ষমতা দখল করেছে কংগ্রেস-ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জোট। পর্যদুস্ত হয়েছে ভারতীয় জনতা পার্টি। আর পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য ঝাড়খন্ডে এইভাবে বিজেপি ক্ষমতা হারানোর পর, তার প্রভাব যে বাংলাতে পড়বে, তা আঁচ করেছিল রাজনৈতিক মহল।

এমনকি ফলাফল ঘোষণার পরবর্তী সময়ে প্রিয়বন্ধু বাংলার খবরে উঠে এসেছিল, ঝাড়খন্ডে বিজেপি বিরোধী সরকার প্রতিষ্ঠিত হওয়ায়, এবার বাংলার শাসকদল তৃণমূল সেই ঝাড়খণ্ডের সরকারের সাহায্য পাবে। হয়ত বা এবার সেই কথাই সত্যি হতে চলেছে।

সূত্রের খবর, ঝাড়খন্ডে ভালো ফলাফল করার পর এবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ শাখার একাংশ চাইছে যে, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করে পশ্চিমবঙ্গের লড়াই করতে। আর রাজনৈতিক মহল এই আভাস পাওয়ার সাথে সাথেই বিভিন্ন মহলে তৈরি হয়েছে চাঞ্চল্য।

জানা গেছে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার উত্তরবঙ্গ নেতৃত্ব বার্তা দিয়েছে যে, তাদের দলের কেন্দ্রীয় কমিটি যদি সায় দেয়, তাহলে ডুয়ার্সের মালবাজার, মেটেলি, নাগরাকাটা, মাদারিহাট কালচিনি ও কুমারগ্রাম বিধানসভা আসনে তৃণমূলের সঙ্গে জোট করে প্রার্থী দেওয়া হতে পারে।

তবে বিভিন্ন মহলে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার এহেন পদক্ষেপ নিয়ে এখন তৈরি হয়েছে প্রশ্ন। অনেকে বলছেন, ঝাড়খন্ডে এই রাজনৈতিক দলটি কংগ্রেসের সঙ্গে জোট করে বিজেপিকে ক্ষমতাচ্যুত করেছিল। কিন্তু পশ্চিমবাংলায় তারা কেন কংগ্রেসের সঙ্গে জোট করছে না! কেন তৃণমূলের সঙ্গে জোট করতে ইচ্ছুক ঝাড়খণ্ড মুক্তি মোর্চা!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে জেএমএমের উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটির সভাপতি পিটার মিনজ বলেন, “ঝাড়খন্ড বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট করে আমাদের দল বিপুল ভোটে জয়ী হয়েছে। তাই রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে ডুয়ার্সের কয়েকটি আসনে আমরা তৃণমূলের সঙ্গে জোট করতে চাইছি। পশ্চিমবঙ্গে কংগ্রেস দুর্বল। তাই কংগ্রেসের সঙ্গে জোটে যাওয়া নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে না।”

এদিকে এই ব্যাপারে কি বলছে তৃণমূল কংগ্রেস! ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তাদের সঙ্গে জোটের কথা বললে, তারা কি তাতে আদৌ রাজি! এদিন এই প্রসঙ্গে আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী বলেন, “রাজ্যে বিধানসভা ভোটের এখনও অনেক দেরি রয়েছে। তাছাড়া এই জোটের বিষয়টি দলের নীতিনির্ধারক কমেডি দেখবে। এই বিষয়ে ডুয়ার্সের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জেএমএম সম্পর্কে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট চাইলে আমরা তা অবশ্যই দেব।”

সব মিলিয়ে এখন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার উত্তরবঙ্গ শাখার নেতৃত্বরা পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে জোট করতে চাইলেও, সেই ব্যাপারে তৃণমূল কি বিবৃতি দেয়, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!