এখন পড়ছেন
হোম > জাতীয় > জরিমানার মুখে ফ্লিপকার্ট, চিন্তা বাড়ছে গ্রাহকদের! জেনে নিন!

জরিমানার মুখে ফ্লিপকার্ট, চিন্তা বাড়ছে গ্রাহকদের! জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট-পোশাক থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিস, অনলাইন মাধ্যমের ক্ষেত্রে সবথেকে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফ্লিপকার্ট। অনলাইনে এই সংস্থায় যে কোনো গুরুত্বপূর্ণ জিনিস অর্ডার করতে দেখা যায় সাধারণ মানুষকে। কিন্তু সেই ফ্লিপকার্টকেই এবার পড়তে গেলে জরিমানার মুখে। যার জেরে নানা মহলে আশঙ্কা তৈরি হয়েছে। জানা গেছে, বিদেশের বিনিয়োগ আইন লংঘন করার অভিযোগ রয়েছে ফ্লিপকার্টের বিরুদ্ধে। আর সেই কারণেই তাদেরকে বড়সড় জরিমানার মুখে পড়তে হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই এই ফ্লিপকার্টের বিরুদ্ধে বিদেশি বিনিয়োগে আইন লংঘন করার অভিযোগ উঠেছে। তার পরিপ্রেক্ষিতে তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, জিআইসি থেকে শুরু করে ওয়ালমার্ট, বিভিন্ন সংস্থার কাছ থেকে প্রায় 360 কোটি ডলার সংগ্রহ করা হয়েছে। যার ফলে ফ্লিপকার্টের ভ্যালুয়েশন 3 হাজার 760 কোটি ডলারে গিয়ে পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই এই ব্যাপারে তাদেরকে একটি নোটিশ পাঠানো হয়েছিল। এক্ষেত্রে কেন তাদের জরিমানা করা হবে না, সেই বিষয়টি প্রশ্ন আকারে রাখা হয়েছিল। স্বভাবতই বর্তমান পরিস্থিতিতে একটি রিপোর্টে ফ্লিপকার্টকে 135 কোটি ডলারের জরিমানার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। যার ফলে নানা মহলে আশঙ্কা তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন এত জরিমানা হচ্ছে তাদের? এদিন এই প্রসঙ্গে ফ্লিপকার্টের এক মুখপাত্র বলেন, “আমাদের সংস্থা ভারতীয় আইন বিধি মেনে চলছে। আমরা তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করব। কারণ তাদের নোটিশ অনুযায়ী 2009 থেকে 2015 সালের সময়কালের সমস্যার কথা জানানো হয়েছে।” তবে একাংশ বলছেন, যদি ফ্লিপকার্ডকে এত জরিমানার মুখে পড়তে হয় এবং তাদেরকে যদি তা দিতে হয়, তাহলে সংস্থা অত্যন্ত ক্ষতির মুখে পড়ে যাবে। যা সামাল দিতে নাজেহাল হতে পারে ফ্লিপকার্ট। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!