এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “জয় শ্রীরাম” নিয়ে অমিত শাহের চ্যালেঞ্জের জবাব দিলেন মমতা, জেনে নিন

“জয় শ্রীরাম” নিয়ে অমিত শাহের চ্যালেঞ্জের জবাব দিলেন মমতা, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনে বিধানসভা নির্বাচন‌‌। তার আগে জয় শ্রীরাম স্লোগানকে কেন্দ্র করে রীতিমত শাসক থেকে শুরু করে বিরোধী দলের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে প্রায়শই অভিযোগ করা হয়, তৃণমূল কংগ্রেস এবং তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামের নাম সহ্য করতে পারেন না। এক্ষেত্রে লোকসভা নির্বাচনের পরবর্তী ঘটনা থেকে শুরু করে সম্প্রতি ঘটে যাওয়া নেতাজী জন্ম জয়ন্তী উৎসবের কথা তুলে ধরে ভারতীয় জনতা পার্টি।

আর বৃহস্পতিবার রাজ্যে এসে পরিবর্তন যাত্রার সূচনা করে ভোটের পরে মমতা বন্দ্যোপাধ্যায়কেও “জয় শ্রীরাম” বলতে হবে বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ‌। আর এই পরিস্থিতিতে বিজেপির এই শীর্ষ নেতার জবাব দিতে গিয়ে “জয় সিয়ারাম” বললেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার রাজ্যে এসে কেন জয় শ্রীরাম বলা যাবে না, বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রশ্ন করেন অমিত শাহ।

যেখানে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে একটি বিশেষ সম্প্রদায়কে তোষন করার অভিযোগ তোলেন তিনি। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই অভিযোগের পরই সন্ধ্যেবেলায় এক টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমরা সব ধর্মকে সম্মান করি‌। ধর্ম ব্যক্তিগত বিষয়। উৎসব বিশ্বজনীন। ওরা বলে জয় শ্রীরাম। আমরা জয় সিয়ারাম বলি। মানে সীতা এবং রাম। ওরা অপপ্রচার করে। মিডিয়া সেটাই দেখায়।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য থেকে স্পষ্ট যে, তিনি অমিত শাহকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে, রামের নামে তার কোনো আপত্তি নেই। তবে বিজেপি রামের নামে রাজনীতি করার চেষ্টা করছে। তাই সেই কারণে “জয় শ্রীরামে” তাদের যথেষ্ট আপত্তি রয়েছে। তবে “জয় শ্রীরাম নিয়ে” তাদের আপত্তি থাকলেও রাম এবং সীতার নাম উচ্চারণ করে “জয় শ্রীরাম” স্লোগান তিনি বলবেন বলে জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে তৃণমূল নেত্রী একথা বলে যেমন বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন, ঠিক তেমনই ধর্মের বিভাজন করে রাজনীতি তিনি যে কোনোমতেই বরদাস্ত করবেন না, তাও বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিশেষজ্ঞদের মতে, নির্বাচনের সময় যতই এগিয়ে আসবে, ততই এই ধর্মীয় বিষয় নিয়ে পারদ আরও বাড়তে শুরু করবে গোটা বাংলা জুড়ে। বিজেপির পক্ষ থেকে লাগাতারভাবে অভিযোগ করা হচ্ছে, তৃণমূল সরকার তোষণের রাজনীতি করছে। আর এই পরিস্থিতিতে রামের নামে ধ্বনি না দেওয়ায় তৃণমূলকে আক্রমণ করার পরেই রীতিমত সেই অমিত শাহকে পাল্টা আক্রমন করে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে “জয় শ্রীরাম” ধ্বনি তুলে রামের নামে কেন তাদের আপত্তি রয়েছে, তা বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!