এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জয়ের পরেই ব্যাপক সন্ত্রাস! তৃণমূলকে সচেতন করলেন হেভিওয়েট অভিনেতা !

জয়ের পরেই ব্যাপক সন্ত্রাস! তৃণমূলকে সচেতন করলেন হেভিওয়েট অভিনেতা !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একসময় অত্যন্ত বাম ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন তিনি। কিন্তু সম্প্রতি কলকাতা পৌরসভার নির্বাচনে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে উপস্থিত থাকতে দেখা যায় বিশিষ্ট অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। আর তারপর থেকেই তাকে নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করে। তাহলে কি তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হলেন, তা নিয়ে নানা মহলে তৈরি হয় কৌতুহল। আর এবার সেই কৌতুহলকে আরও বাড়িয়ে দিয়ে বিপুল জয়ের পর তৃণমূলকে কার্যত নাম না করে বার্তা দেওয়ার চেষ্টা করলেন পরমব্রত চট্টোপাধ্যায়। যেখানে জয়লাভের পর সন্ত্রাস হচ্ছে বলে উল্লেখ করলেন তিনি। পাশাপাশি এই রকম ঘটনা যাতে না হয়, সেই কথাও তুলে ধরলেন এই অভিনেতা।

সূত্রের খবর, এদিন একটি টুইট করেন বিশিষ্ট অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। যেখানে তিনি লেখেন, “বিরাট সাফল্যের পর বিরোধীদের পার্টি অফিস ভাঙচুরের ঘটনা এবার থামাতে হবে। এমন একটি ঘটনাও যেন শোনা না যায়। বর্তমানে বাংলার পরিস্থিতির শুভাকাঙ্ক্ষী হিসেবে এই কথা আমি বলছি। আমি নেতাদের অনুরোধ জানাবো, যাতে দলের সদস্য সমর্থকরা এমন কোনো ঘটনা না ঘটায়, তা নজর রাখতে। এতে জনগণের রায়কে অপমান করা হয়। কাদের দোষ, কারা শুরু করেছে, সেসব কাসুন্দি ঘেঁটে লাভ নেই। এসব ঘটনা তখনও খারাপ ছিল, আজও মেনে নেওয়া যায় না। আসুন, এই জয়ে সসম্মানে সংযত থাকা যাক।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, পরমব্রত চট্টোপাধ্যায় এই কথা বলে কার্যত শাসক দলকে বার্তা দিতে চাইলেন। তার কথার মধ্যে দিয়ে যাতে আর ভবিষ্যতে কোনো সন্ত্রাস না হয়, সেই বিষয়টি উঠে এলো। স্বভাবতই বর্তমান পরিস্থিতিতে হেভিওয়েট অভিনেতার এই ধরনের টুইট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!