এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কান্দি পুরসভার প্রশাসক নিযুক্ত করা হলো, জেনে নিন কে তিনি?

কান্দি পুরসভার প্রশাসক নিযুক্ত করা হলো, জেনে নিন কে তিনি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুর্শিদাবাদ জেলার কান্দি পুরসভার প্রশাসকের দায়িত্বে দীর্ঘসময় ধরে ছিলেন তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার। নির্বাচনে তাঁকে প্রার্থী করা হয়েছিল। এ কারণে পুরো বোর্ড থেকে বেরিয়ে এসেছিলেন তিনি। নির্বাচনে তিনি জয়লাভ করেছেন। এবার রাজ্য সরকারের নির্দেশে আবার তাঁকে কান্দির পুরো প্রশাসকের পদে আনা হয়েছে। তাঁকে পুর প্রশাসকের পদে স্বাগত জানালেন পুরসভার অন্যান্য সদস্যরা।

পুরো প্রশাসকের দায়িত্ব নেওয়ার পরেই বিধায়ক অপূর্ব সরকার জানিয়েছেন যে, কান্দি শহরের উন্নয়ন ও করোনা পরিস্থিতির মোকাবিলার লক্ষ্যে কাজ করবে পুরসভা। পুর এলাকায় যারা করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের বিনামূল্যে দুবেলা খাবার পৌঁছে দেবার ব্যবস্থা করা হবে পুরসভার পক্ষ থেকে। আবার, কান্দি পুরসভার পক্ষ থেকে একটি হেল্পলাইন হোয়াটসঅ্যাপ নাম্বার সম্প্রতি চালু করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে যে, কেউ যদি কোনো সমস্যায় পড়েন, তবে এই নম্বরে যোগাযোগ করলে সমাধান দেয়া হবে। কারোর কোন সহযোগিতার প্রয়োজন হলেও, তিনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তবে, এই নাম্বারে যোগাযোগ করেও যদি পুরসভার পক্ষ থেকে কোনো উত্তর না দেয়া হয়, তবে বিধায়কের ব্যক্তিগত নম্বরে ফোন বা মেসেজ করার নিদান দিয়েছেন তিনি। বিধায়ক জানিয়েছেন, সমস্যায় পড়ে তাঁর নাম্বারে কেউ ফোন বা মেসেজ করলে, যত দ্রুত সম্ভব সেই ব্যক্তির কাছে যাবেন তিনি।

বিধায়ক অপূর্ব সরকার জানিয়েছেন, আগামী দিনে কান্দি শহরের উন্নয়ন করা, শহরের করোনা পরিস্থিতি মোকাবিলার কাজ করা হবে তাঁর প্রথম লক্ষ। গতকাল তিনি কান্দির পুর প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করলেন। দ্বিতীয়বারের মতো তাঁর পুরসভার প্রশাসকদের দায়িত্বভার গ্রহণ করার পর তাঁকে পুরসভার কো-অর্ডিনেটর ও পুরসভার অন্যান্য কর্মচারীরা সম্বর্ধনা জানিয়েছেন। ইতিপূর্বে, কান্দি পুরসভার প্রশাসকের দায়িত্ব যথেষ্ট দক্ষতার সঙ্গে পালন করেছেন তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!